অপহরণের দু দিন পর বাড়ি ফিরে বোয়ালিয়া চরপাড়ার কৃষক শাহ আলম দিলেন রোমহর্ষক বর্ণনা
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা সদরের বোয়ালিয়া চরপাড়ার অপহৃত কৃষক শাহ আলম (৫৫) বাড়ি ফিরেছেন। তিনি গতকাল রোববার সকাল সাড়ে ৭টার দিকে বাড়ি ফিরলে পরিবারের সদস্যদের মধ্যে স্বস্তি ফেরে। তবে তাদের মধ্যে অজানা আতঙ্ক বিরাজ করছে।
অপহৃত শাহ আলম বাড়ি ফিরে জানান, সরোজগঞ্জ থেকে রাত সাড়ে ৯টার দিকে বাইসাইকেলযোগে বাড়ি ফেরার পথে অপহরণ করা হয়। অপহরণের পর থেকে দুর্বৃত্তরা সবসময়ই চোখ বেঁধে রাখতো। অপহরণের পর মুক্তিপণ আদায়ের চেষ্টা করে যখন জানতে পারে আর্থিক সঙ্গতি নেই, তখন ছেড়ে দেয়। অপহরণের পর থেকে ছেড়ে দেয়া পর্যন্ত মাত্র একটি সিঙ্গাড়া খেতে দেয়। অপহৃত কৃষক বাড়ি ফিরে এ তথ্য দিলেও এলাকায় জোর গুঞ্জন রয়েছে, মুক্তিপণ দেয়ায় তার মুক্তি মিলেছে। বাড়ি ফিরেছেন তিনি। পরিবারের সদস্যরা অবশ্য মুক্তিপণ প্রদানের কথা অস্বীকার করেছেন।
অপহরণকারীরা ঝিনাইদহের সাধুহাটি এলাকা থেকে ছেড়ে দেয়ার পর চোখ খুলে দেয় এবং বদরগঞ্জ এলাকার দিকে থেকে সরোজগঞ্জ বাজারে তাকে নামিয়ে দেয়ার জন্য আলমসাধুচালককে নির্দেশ দেয়। ওই দুজন যাত্রী ছিলো আলমসাধুটিতে। কৃষক শাহ আলম বাড়ি ফিরে আসার খবর পেয়ে আত্মীয়স্বজন ও গ্রমবাসীরা তার বাড়িতে ভিড় জমায়। শাহ আলম আরো জানান, অপহরণকারীরা তার টাকা পয়সার হিসাব জানতে চায়। এ সময় তিনি জানান, ১০ কাঠা ও ১৫ কাঠার দুটি জমি বর্গা নিয়ে তিনি চাষাবাদ করেন। তার হাতে কোনো টাকা-পয়সা নেই। এরপর অপহরণকারীরা তাকে ছেড়ে দিয়েছে বলে দাবি করেছেন। শাহ আলম স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে নিয়ে বোয়ালিয়া গ্রামের চরপাড়ায় টিনের ঘরে বসবাস করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান মুনসি জানান, শুক্রবার রাত থেকে শাহ আলমকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না। পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ না দিলেও প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে পুলিশি তৎপরতা জোরদার করা হয়। অবশেষে রোববার সকালে তিনি বাড়ি ফেরেন।
গত শুক্রবার রাত ৯টার দিকে সরোজগঞ্জ বাজার থেকে বাইসাইকেলযোগে বাড়ি ফেরার পথে বোয়ালিয়া গ্রামের শ্মশানতলার কাছে দুর্বৃত্তরা তাকে ধরে নিয়ে যায়। পরদিন শনিবার সকালে ঘটনাস্থলে একটি ভুট্টাক্ষেতের পাশ থেকে বাইসাইকেল ও বাজারের ব্যাগ উদ্ধার করে গ্রামবাসীরা।