চুয়াডাঙ্গার সরোজগঞ্জ থেকে বাড়ি বোয়ালিয়া চরপাড়ায় ফেরার পথে অপহরকচক্রের কবলে?
সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গার সরোজগঞ্জ বোয়ালিয়া চরপাড়ার কৃষক শাহ আলমকে অপহরণ করা হয়েছে। পরিবারের সদস্যসহ স্থানীয়রা এ তথ্য জানিয়ে বলেছেন, গতপরশু শুক্রবার রাতে বোয়ালিয়া পূর্বপাড়া মাঠের নিকট থেকে তাকে অপহরণ করা হয়। অপহৃতের কাছে থাকা বাজার করা থলি ও বাইসাইকেলটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হলেও গতরাতে শেষ খবর পাওয়া পর্যন্ত তার ভাগ্যে কি ঘটেছে তা নিশ্চিত করে জানা সম্ভব হয়নি।
জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা সদরের কুতুবপুর ইউনিয়নের বোয়ালিয়া চরপাড়ার মৃত আকমত আলীর ছেলে কৃষক শাহ আলাম (৫০) দীর্ঘদিন ধরেই দিনের কাজ শেষে সন্ধ্যার দিকে সরোজগঞ্জ বাজারে যেতেন। বিভিন্ন চা দোকানে টিভি দেখে রাতে বাইসাইকেলযোগে বাড়ি ফিরতেন। গতপরশু শুক্রবারও তিনি সরোজগঞ্জ বাজার থেকে বাইসাইকেলযোগে বাড়ির উদ্দেশে রওনা হন। রাতে বাড়ি না ফিরলে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। রাতে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না মিললে পরিবারের সদস্যদের মধ্যে দুঃশ্চিন্তা ভর করে। গতকাল শনিবার সকালে বোয়ালিয়া পূর্বপাড়া মাঠের কৃষকরা বাজার করা থলি ও বাইসাইকেল দেখে পরিবারের সদস্যদের খবর দেন। এ দুটি উদ্ধার করা হলেও গতরাতে শেষ খবর পাওয়া পর্যন্ত শাহ আলমের হদিস মেলেনি। খবর পেয়ে সরোজগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সেকেন্দার আলী সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেছেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। নানাভাবেই খোঁজখবর নেয়ার চেষ্টা চলছে। অপরদিকে অপহৃত কৃষক শাহ আলমের পরিবারের সদস্যদের মাঝে চরম অনিশ্চয়তা ভর করেছে।
উল্লেখ্য, সরোজগঞ্জসহ পার্শ্ববর্তী এলাকায় বেশ কিছুদিন পর পূর্বের মতোই আবার অপহরণের ঘটনা নিয়ে এলাকাবাসী শঙ্কিত হয়ে পড়েছে।