সন্ত্রাসবিরোধী আইন প্রয়োগ জরুরি : সুরঞ্জিত

 

স্টাফ রিপোর্টার: আ.লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, এন্টি টেরোরিজম (সন্ত্রাসবিরোধী) আইন বুক সেলফে রাখার জন্য নয়। নাশকতা ও সহিংসতা বন্ধে এ আইন প্রয়োগ করা জরুরি বলে তিনি মন্তব্য করেন। গতকাল শুক্রবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমী আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি বলেছেন, নাশকতা ও সহিংসতা বন্ধে আইনটি প্রণয়ন করা হয়েছে। বুকসেলফে রাখার জন্য নয়। যদি এ আইনেই সন্ত্রাস ও সহিংসতা দমন করতে হয়, তাহলে সংশ্লিষ্ট মন্ত্রণালয় এতোদিন কেন স্পষ্ট বক্তব্য দেয়নি। সুরঞ্জিত বলেন, দু মাস ধরে দেশে অস্বাভাবিক পরিস্থিতি চলছে। এতো বড় সমস্যা প্রশাসনিকভাবে দমন করা যাবে না। নাশকতা ও সহিংসতা বন্ধ করতে হলে এই আইনেই বিচার ও চার্জশিট দিতে হবে। আওয়ামী লীগের এ প্রবীণ নেতা বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশে সুবার্তা নিয়ে এসেছেন। বাংলাদেশের সাথে ভারতের সীমান্ত, তিস্তা ও ছিটমহল চুক্তি কেন্দ্রীয় সরকারের সাথে হলেও মমতার এক্ষেত্রে বিরাট ভূমিকা রয়েছে। তার সহযোগিতা ও সহমর্মিতায় সীমান্ত, তিস্তা ও ছিটমহল চুক্তির সমাধান হবে।

Leave a comment