সংলাপ না হলে পরে আর সুযোগ থাকবে না : মান্না

 

স্টাফ রিপোর্টার: বর্তমান রাজনৈতিক সঙ্কট নিরসনের উদ্যোগ নেয়ার প্রতি আহ্বান জানিয়ে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, এখন সংলাপ না হলে পরে হয়তো আর সম্ভব হবে না। বিষয়টি বুঝে থাকলে আলোচনায় বসুন। এখন বসা না হলে আজীবন হয়তো দাঁড়িয়েই থাকতে হবে। গতকাল শুক্রবার দুপুরে কনফারেন্স লাউঞ্জে অলি আহাদ স্মৃতি সংসদ আয়োজিত ভাষা সৈনিক অলি আহাদের স্মরণে ভাষা আন্দোলনের মহানায়ক অলি আহাদ এক স্মরণসভায় তিনি এসব কথা বলেন। সঙ্কট নিরসনে সংলাপের জন্য প্রধানমন্ত্রী উদ্দেশে মান্না বলেন, আপনি গণতন্ত্রের কথা বলবেন, খালেদা জিয়া সন্ত্রাসের রাণী দোহাই দিয়ে সংলাপে বসবেন না বলে পার পাবেন না। আপনি বলুন, ১৫ দিনের মধ্যে সংলাপে বসতে চান। এরমধ্যে বিএনপিও আন্দোলন বন্ধ করে নিতে পারে এবং সংলাপের পরিবেশ সৃষ্টি হবে। নইলে এক বছরেও সমস্যার সমাধান হবে না। চলমান রাজনৈতিক অচলাবস্থা স্বাভাবিক হতে সরকারের মন্ত্রীরা দু দিন-চার দিনের কথা বললেও সংলাপ ছাড়া এক বছরেও পরিস্থিতি স্বাভাবিক হবে না বলেও মনে করেন মান্না। বিএনপির উদ্দেশে তিনি বলেন, আন্দোলনের নামে আপনারা পেট্রোলবোমার আগুনে মানুষকে পুড়িয়ে মারছেন। এটা বন্ধ না হলে এ ক্ষোভের আগুন মানুষের বুকেও জ্বলবে এবং আপনাদের প্রত্যাখ্যান করবে।

Leave a comment