বোমা মেরে মানুষ হত্যা বন্ধ করুন : নয়তো পালানোর পথ খুঁজে পাবেন না

নৈরাজ্য সৃষ্টি ও বোমা মেরে মানুষ হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গায় ১৪ দলের মিছিল শেষে বক্তারা

 

স্টাফ রিপোর্টার: দেশব্যাপি নৈরাজ্য সৃষ্টি, পেট্রোল বোমা মেরে নিরীহ মানুষ হত্যা ও বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করার প্রতিবাদে চুয়াডাঙ্গায় ১৪ দলের আয়োজনে শান্তি মিছিল কর্মসূচি পালন করা হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে শুক্রবার দুপুরের পর থেকে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা শহরের কবরী রোডস্থ দলীয় কার্যালয়ে সমাবেত হতে থাকে। বিকালে ১৪ দলের নেতাদের উপস্থিতিতে বের করা হয় শান্তি মিছিল।

হরতাল অবরোধ বন্ধ কর, মানুষ হত্যা বন্ধ কর, শিক্ষার পরিবেশ চাই এরকম নানা রং বেরঙের ব্যানার ফেস্টুন নিয়ে ১৮ দলের নেতাকর্মীরা শান্তিপূর্ণ মিছিলে অংশগ্রহণ করেন। জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে বের হয়ে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান। তিনি তার বক্তব্যে বলেন, বিএনপি চেয়ারপারসনের প্রত্যক্ষ ইন্ধনে দেশব্যাপি নৈরাজ্য সৃষ্টি করা হচ্ছে। বিএনপি-জামায়াত বাংলাদেশকে পরিকল্পিতভাবে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চাই উল্লেখ করে তিনি খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেন, নিরীহ মানুষের ওপর পেট্রোলবোমা মেরে হত্যা বন্ধ করুন, তা না হলে পালনোরও পথ খুঁজে পাবেন না।

এ সময় ১৪ দলের নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন- পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, ওয়ার্কার্সপাটির প্যলিটব্যুরোর সদস্য মজনুর রহমান, জাসদের সাধারণ সম্পাদক অ্যাড. আকসিজুল ইসলাম রতন, ওয়ার্কার্স পাটির জেলা সভাপতি শেখ সিরাজুল ইসলাম শেখ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. শামশুজোহা, আইনবিষয়ক সম্পাদক অ্যাড. আব্দুল মালেক, প্রচার-প্রকাশনা বিষয়ক সম্পাদক নাসির উদ্দীন আহম্মেদ, জেলা যুবলীগের আহ্বায়ক আরেফিন আলম রঞ্জু, যুবলীগের অন্যতম নেতা নঈম হাসান জোয়ার্দ্দার ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক।

আলমডাঙ্গা ব্যুরো জানিয়েছে, সারাদেশে ১৪ দলের কর্মসূচির অংশ হিসেবে গতকাল আলমডাঙ্গায় গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২০ দলের অবরোধ ও হরতালের নামে নাশকতা সৃষ্টির প্রতিবাদে বিকেল ৪টায় উপজেলা ও পৌর আওয়ামী লীগ এ গণমিছিল ও সমাবেশের আয়োজন করে। আওয়ামী লীগের নিজস্ব কার্যালয় থেকে শুরু হয়ে গ্ণমিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শেষে কার্যালয়ে ফিরে সমাবেশ করে। সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান কাদির গনু সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আওরঙ্গজেব মোল্লা টিপু। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাড. আব্দুর রশিদ মোল্লা, উপজেলা চেয়ারম্যান হেলাল উদ্দীন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলাম মন্টু, পৌর আওয়ামী লীগের সভাপতি আবু মুসা, সিরাজুল ইসলাম, সাবেক উপজেলা আওয়ামী লীগের সম্পাদক শহিদুল ইসলাম খান, আওয়ামী লীগ নেতা শাহ আলম, উপজেলা সাংগঠনিক সম্পাদক আতিয়ার রহমান, ক্রীড়া সম্পাদক বিআরডিবি চেয়ারম্যান মহিদুল ইসলাম মহিদ, প্রচার সম্পাদক মাসুদ রানা তুহিন, প্রচার সম্পাদক রেজাউল হক তবা। উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলি মাস্টারের উপস্থাপনায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আহসান মৃধা, আবুল কাসেম, শেখ আব্দুর জব্বার, প্রফেসর টুটুল, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সম্পাদকের মধ্যে আসাবুল হক ঠাণ্ডু, আ. হালিম, আ. হান্নান, খাইরুল ইসলাম,খবির, নাহিদ, আনিস, মকবুল, আ. রাজ্জাক, রাহাব, মুন্নু, উপজেলা যুবলীগের আহবায়ক আহসান উল্লাহ, যুগ্ম আহ্বায়ক সাজ্জাদুল ইসলাম স্বপন, শাহিন রেজা শাহিন, পৌর যুবলীগের সভাপতি আ. গাফফার, রাজাবুল হক মনা, সাইফুল ইসলাম পিন্টু, ফারুক, ডিটু, আবু সাঈদ পিন্টু, বুলবুল, সৈকত, আবুল হাসনাত, রাজু, টুটুল, মোজাম্মেল, উপজেলা ছাত্রলীগের সম্পাদক আলাল আহমেদ, পৌর ছাত্রলীগের সভাপতি নয়ন সরকার, সম্পাদক তমাল, সাংগঠনিক সম্পাদক চন্দন, কলেজ ছাত্রলীগের সম্পাদক সেলিম রেজা তপন, যুগ্ম সম্পাদক কাফি, সাইকা, ছাত্রলীগ নেতা রনি, সুমন, বাপ্পি, রুবেল, হাসান, ওয়ার্ড যুবলীগ নেতা রঞ্জু, সিবলী, তকবুল মেম্বার, রহমত, কামরুল, ইমাদুল, নজরুল, জিনারুল, মনিরুল, মিজান অপুসহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দর্শনা অফিস জানিয়েছে, দর্শনায় ১৪ দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে ১৪ দলের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দর্শনা পৌর আ.লীগের কার্যালয়ে সমাবেশ করেছে। আ.লীগ নেতা হাজি জয়নাল আবেদীনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- উপজেলা আ.লীগ নেতা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আলম, বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী, আ. খালেক, জাহাঙ্গীর আলম লুল্লু, শফিকুল আলম, মোমিনুল ইসলাম, মোসলেম জোয়ার্দ্দার, আলী মুনসুর বাবু, হবা জোয়ার্দ্দার, যুবলীগ নেতা সাবির হোসেন মিকা, আ. হান্নান ছোট, শেখ আসলাম আলী তোতা, মামুন শাহ, মহি, ফয়সাল, ছাত্রলীগ নেতা রফিকুল ইসলাম ববি, নাহিদ পারভেজ, তোফাজ্জেল হোসেন তপু, লোমান, আলামিন প্রমুখ।

জীবননগর ব্যুরো জানিয়েছে, জীবননগরে ১৪ দলীয় জোটের উদ্যোগে শান্তি মিছিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে শান্তি মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বাসস্ট্যান্ডে এসে শান্তিসভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুবলীগের যুগ্মআহ্বায়ক আ. সালাম ইসার উপস্থাপনায় অনুষ্ঠিত শান্তি সভা থেকে বিএনপি তথা ২০ দলীয় জোটের নৈরাজ্যকর পরিস্থিতি পরিহার করে শান্তির পথে আসার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি বজলুর রহমান, পৌর আওয়ামী লীগ সভাপতি উপজেলা চেয়ারম্যান আবু মো. আ. লতিফ অমল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের প্রধান, জাহাঙ্গীর আলম, উপজেলা মহিলা লীগের সভানেত্রী উপজেলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকি, সাধারণ সম্পাদিকা রিজিয়া খাতুন, উপজেলা যুবলীগের আহ্বায়ক উপজেলা ভাইস চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি সোয়েব আহমেদ অঞ্জন, সাধারণ সম্পাদক ওয়াসিম রাজা, কলেজ ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান প্রমূখ।

মেহেরপুর অফিস জানিয়েছে, মেহেরপুর শহরে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগসহ ১৪দল। গতকাল শুক্রবার বিকেলে শহরের শহীদ ড. সামসুজ্জোহা নগর উদ্যান থেকে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের হোটেল বাজার ৩ রাস্তার মোড়ে শেষ হয়। পরে হোটেল বাজার মোড়ে এক সমাবেশে বক্তব্য রাখেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন। উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. মিয়াজান আলী, সহসভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, আব্দুল হালিম, সদর থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মো. গোলাম রসুল, সাধারণ সম্পাদক আব্দুর রব বিশ্বাস, গাংনী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক, জেলা আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক আমাম হোসেন মিলু, প্রচার সম্পাদক অ্যাড. ইব্রাহিম শাহীন, সদর থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাড. কাজি শহীদুল হক, কোষাধ্যক্ষ আলহাজ আমানুল্লাহ, জেলা শ্রমিক লীগের আহ্বায়ক এনামুল হক, সদস্য সচিব মাহবুব এলাহী, জেলা বাস্তহারা লীগের সভাপতি সামছুল ইসলাম মিঠু, সাধারণ সম্পাদক ফিরোজ আলী, জেলা ছাত্রলীগের সভাপতি বারিকুল ইসলাম লিজন, শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফেরদৌস শোভন প্রমুখ।

গাংনী প্রতিনিধি জানিয়েছেন, মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মকবুল হোসেনের উদ্যোগে গতকাল শুক্রবার বিকাল সাড়ে চারটার দিকে গাংনী শহরে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। সারাদেশে নাশকতা ও পেট্রোলবোমা মেরে মানুষ হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচিরর অংশ হিসেবে ওই গণমিছিলের আয়োজন করা হয়। মকবুল হোসেনের নেতৃত্বে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে বাসস্ট্যান্ড রেজাউল চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। একই স্থানে সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মকলেছুর রহমান মুকুল, কৃষি বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম শাহ, মহিলা বিষয়ক সম্পাদক নুর জাহান বেগম, উপজেলা আ.লীগের মহিলা বিষয়ক সম্পাদক সেলিনা মমতাজ কাকলী, শহীদ স্মৃতি পাঠাগারের সহসভাপতি ইয়াছিন রেজা, উপজেলা যুবলীগের সভাপতি মোশারফ হোসেন, যুগ্ম সম্পাদক মজিরুল ইসলাম, সহসভাপতি আমজাদ হোসেন, সম্পাদক শফি কামাল পলাশ, জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক সোহেল আহম্মেদ, সহসভাপতি আল ফারুক, পৌর যুবলীগের যুগ্ম সম্পাদক বারিউল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবুল বাশার, যুগ্ম আহবায়ক রবিউল ইসলাম, যুবলীগ নেতা আশিকুর রহমান আকাশ, আসাদুজ্জামান মিলন, আব্দুল আলিম, উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সহসভাপতি জিয়াউল হক জিয়া, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন, জেলা ছাত্রলীগের সহসভাপতি ফয়সাল আহম্মেদ সাগর, পৌর ছাত্রলীগ সভাপতি মানিক ফকির ও কলেজ ছাত্রলীগ সভাপতি রতনসহ নেতৃবৃন্দ।

দৌলতপুর প্রতিনিধি জানিয়েছেন, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার তারাগুনিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১৪ দল। বিকেল ৪টায় তারাগুনিয়া বাজারে বিক্ষোভ সমাবেশে বিএনপি জামাতের সন্ত্রাসী কর্মকাণ্ডের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফাজ উদ্দিন আহমেদ, রেজাউল করীম, মাস্টার মজিবর রহমান, বেগম ফজিলাতুন্নেছা, অ্যাডভোকেট এজাজ আহমেদ মামুন, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক শরিফুল কবীর স্বপন, ওয়ার্কার্স পাটির কমরেড মজিবর রহমান, কমরেড ফজলুল হক বুলবুল,যুবলীগ সভাপতি মোদাচ্ছির হোসেন, আব্দুল মান্নান, শরিফুল ইসলাম, ছাত্রলীগ নেতা রিফাজ উদ্দিন, আব্দুর রশিদ প্রমুখ।