তিস্তায় আস্থা রাখুন : মমতা

স্টাফ রিপোর্টার: হৃদয়ের মাঝে রাখিব, ছেড়ে দেব না- বাংলাদেশ নিয়ে এমন মনের কথা জানিয়ে ঢাকা সফররত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বললেন, আমার ওপর আস্থা রাখুন, তিস্তা ইস্যু নিয়ে চিন্তা করবেন না। শিগগিরই এর সুরাহা হবে।তিনি আরও বলেন, আমাদের প্রবলেম (সমস্যা) আছে, আপনাদেরও প্রবলেম আছে। আমি হাসিনাদির সঙ্গে আলোচনা করব। আমাদের ওপর ছেড়ে দিন। এটা নিয়ে দুশ্চিন্তা করবেন না। দুই দেশের অমীমাংসিত বিষয়গুলোর কারণে ভুল বোঝাবুঝি দূর করতে আমি সেতু হিসেবে কাজ করব। বাংলাদেশ ও ভারতের সাংস্কৃতিক ব্যক্তিত্বদের উপস্থিতিতে শুক্রবার রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত এক মতবিনিময় সভায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এসব কথা বলেন। এ মতবিনিময় সভার শিরোনাম ছিল বৈঠকি বাংলা। আড্ডার পুরো সময়জুড়ে মমতা ব্যানার্জি এতটাই সপ্রতিভ ছিলেন যে, তিনি নিজেই অনুষ্ঠান পরিচালনা করেন। তার সঙ্গে অংশ নেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরও। এ আড্ডায় মমতা মাটি শিরোনামে একটি কবিতা পাঠ করেন। এরপর তিনি বলেন, আমাদের একই সংস্কৃতি। আমরা একই খাবার খাই, একই গান গাই। আমাদের একই রবীন্দ্রনাথ, একই নজরুল, একই লালন, একই ক্ষুদিরাম ও সূর্য সেন। তিনি বলেন, দুই দেশের মাটি ও ভাষা সবটাই একাকার। তাই, মাটি শিরোনামে এ কবিতাটা পড়লাম।

আড্ডার এক পর্যায়ে স্থলসীমান্ত চুক্তি প্রসঙ্গে বাংলাদেশের সংশ্লিষ্টদের উদ্দেশে মমতা ব্যানার্জি বলেন, বাধাগুলো দূর হয়ে গেছে এবং ভারত সরকার এ ব্যাপারে বিল আনছে। আলোচনা শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্যে বাংলাদেশ ও বাংলাদেশীদের ভূয়সী প্রশংসা করেন ভারতের তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা। মহান ভাষা দিবসে তাকে আমন্ত্রণ করায় বাংলাদেশ সরকারকেও ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, কাঁটাতারের বেড়ায় সম্পর্ক ভাগাভাগি হয় না। বাংলাদেশকে আমরা ছাড়তে পারি না। তেমনি বাংলাদেশও আমাদের ছাড়তে পারে না। মমতা ব্যানার্জি বলেন, দুই দেশ যাতে ভালো থাকতে পারে, সেজন্য মনের দরজা খুলে দিতে হবে। এতে দুই দেশের বন্ধুত্ব আরও সুদৃঢ় হবে।