মাথাভাঙ্গা মনিটর: ইউরোজোনের দেয়া ঋণ প্যাকেজের সময়সীমা আরো ছয় মাস বাড়ানোর জন্য যে অনুরোধ জানিয়েছিলো গ্রিস তা নাকচ করে দিয়েছে জার্মানি। নতুন করে অর্থ সহায়তা না পেলে আগামী কয়েক সপ্তার মধ্যে গ্রিস দেউলিয়া হয়ে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। ঋণ প্যাকেজের সময়সীমা বাড়ানোর অনুরোধকে ইউরোপীয় কমিশন ইতিবাচক বলে উল্লেখ করার খানিক পরই তা নাকচ করেছে জার্মানি। এখন ঋণ প্যাকেজের সময়সীমা বাড়ানোর ব্যাপারে জোরদার কূটনৈতিক তৎপরতা চলছে। ইটালির প্রধানমন্ত্রী ইউরোপীয় কমিশনের সভাপতি গ্রিসের প্রধানমন্ত্রীর সাথে কথাবার্তা বলেছেন বলে জানা গেছে। অর্থনৈতিক সঙ্কট উত্তরণের জন্য নানা বিষয় নিয়ে বৃহস্পতিবারে জার্মান চ্যান্সেলর এঙ্গেলা মের্কেলের সাথে গ্রিসের প্রধানমন্ত্রী এলেক্সিস সিপ্রাস প্রায় ৫০ মিনিট ধরে আলাপ করেছেন বলে জানিয়েছে একটি বার্তা সংস্থা। প্রধানমন্ত্রী সিপ্রাস দেশটির অর্থনীতি পুনরুদ্ধারে ব্যাপক প্রতিশ্রুতি দিয়ে মাত্রই নির্বাচনে জিতে ক্ষমতা এসেছেন।