সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদরের সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে জমি ক্রয়কৃত মালিক সমিতির কমিটি বার্ষিক মতবিনিময় অনুষ্ঠিত হয়। গতকাল বিকেল সাড়ে ৪টা কুতুবপুর ইউপির হলরুমে সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে খরিদকৃত পজিশন মালিক সমিতির সভাপতি (অব.) বিডিআর হাবিলদার ফজলুল হকের সভাপতিত্বে বক্তব্য বাখেন- সিনিয়র সহসভাপতি চুয়াডাঙ্গা সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আলী আহম্মদ হাসানুজ্জামান মানিক, হাজি আসাদুজ্জামান ছোটন, হামিদুর রহমান, হাজি আ. রহমান সব্দুল, সম্পাদক চুয়াডাঙ্গা সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল রানা, যুগ্মসম্পাদক রিজানুল হক সেতু, ক্যাশিয়ার মনোরঞ্জন সরকার প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন মোখলেচুর রহমান। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আমাদের যে দাবিনামা সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নিকট পেশ করা হয়েছে তা না মানা পর্যন্ত কোনো পজিশন মালিক বিদ্যালয়ের কোনো খাজনা দেয়া হবে না।