রেলে নিয়োগ বাণিজ্য : মৃধাকে আবারও দুদকের দায়মুক্তি

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ রেলওয়ের সাময়িক বরখাস্ত হওয়া মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধাকে নিয়োগ দুর্নীতির আরও একটি মামলা থেকে দায়মুক্তি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সম্প্রতি মৃধাকে বাদ দিয়ে কমিশন একটি মামলার অভিযোগপত্র অনুমোদন দিয়েছে বলে দুদক সূত্র নিশ্চিত করেছে। এ নিয়ে দুদকের ছয়টি মামলা থেকে ইউসুফ আলী মৃধাকে অব্যাহতি দিলো কমিশন। সবগুলো মামলাতেই মৃধা এজাহারভুক্ত আসামি হিসেবে থাকলেও অভিযোগপত্রে তার নাম বাদ দেয়া হয়।
দুদক সূত্র জানায়, ২০১৩ সালের ১৭ এপ্রিল চট্টগ্রামের কোতোয়ালি থানায় এ মামলা করে দুদক। দকের উপসহকারী পরিচালক মো. হাফিজুর রহমান তদন্ত শেষে চট্টগ্রাম রেলওয়ের সিনিয়র ওয়েলফেয়ার অফিসার নিয়োগ কমিটির সদস্যসচিব গোলাম কিবরিয়া এবং বাংলাদেশ রেলওয়ে সরকারি চিলড্রেন পার্ক উচ্চবিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক চন্দন কুমার রায়কে অভিযুক্ত করে অভিযোগপত্র জমা দেন। প্রসঙ্গত, ২০১২ সালের ৯ এপ্রিল তৎকালীন রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের বাসায় যাওয়ার পথে টাকার বস্তাসহ আটক হন মৃধা। রেলের কালো বিড়াল খোঁজার ঘোষণা দিয়ে আলোচিত মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত ব্যাপক সমালোচনায় পড়েন। তাকে সরিয়ে দেয়া হয় রেল মন্ত্রণালয় থেকে। টাকার বস্তাসহ আটক মৃধার বিরুদ্ধে তদন্তে নামে দুদক।

Leave a comment