মুজিবনগর বাগোয়ান ইউনিয়ন আওয়ামী লীগের কাউন্সিল সম্পন্ন

মধু সভাপতি নজরুল সম্পাদক

 

মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন দোদুল বলেছেন, বাংলাদেশ আ.লীগ একটি গণতান্ত্রিক দল। আ.লীগের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছিলো। আর আপনারা যেখানে অবস্থান করছেন এই সেই পবিত্র ভূমি যেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে মুজিবনগর। এখান থেকে আমাদের ঐক্যবদ্ধ হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারকে সহযোগিতা করে দেশকে উন্নয়ননের কাজে ত্বরান্তিত করতে হবে। গতকাল বৃহস্পতিবার বিকেলে মেহেরপুর মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি গঠন সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

মুজিবনগর শেখ হাসিনা চত্বরে সম্মেলনে অনুষ্ঠিত কাউন্সিলে সভাপতিত্ব করেন মুজিবনগর উপজেলা আ.লীগের সভাপতি জিয়াউদ্দীন বিশ্বাস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আ.লীগের সাধারন সম্পাদক জেলা পরিষদ প্রশাসক অ্যাড. মিয়াজান আলী, সহসভাপতি আ. মোমিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান আমাম হোসেন মিলু, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ইউপি চেয়ারম্যান আয়ূব হোসেন, যুগ্মসম্পাদক আ.রশিদ, মুজিবনগর উপজেলা আ.লীগের সম্পাদক রফিকুল ইসলাম মোল্লা ও ইউপি সভাপতি আলবিনু মণ্ডল সম্পাদক কুতুবউদ্দীন প্রমুখ। পরে মজিবুর রহমান মধুকে সভাপতি ও নজরুল ইসলামকে সম্পাদক নির্বাচিত হয়।