ফিরলেন রোনালদো

মাথাভাঙ্গা মনিটর: বছরজুড়ে দুর্দান্ত খেলে ফিফা ব্যালন ডি’অর জেতার পর থেকেই নিজেকে হারিয়ে ফেলেন ক্রিস্তিয়ানো রোনালদো। মাঝে কয়েক ম্যাচে গোল করা তো দূরের কথা, একরকমই নিষ্প্রভই ছিলেন তিনবারের বর্ষসেরা। অবশেষে খারাপ সময়টা বুঝি পেছনে ফেললেন রিয়াল মাদ্রিদের সেরা এ তারকা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে সেরা ষোলোর প্রথম লেগে শালকের বিপক্ষে ২-০ ব্যবধানের জয়ের ম্যাচে ২৬তম মিনিটে দলের প্রথম গোলটা করেন রোনালদো। ব্রাজিলের ডিফেন্ডার মার্সেলোর করা অন্য গোলটিতেও অবদান ছিলো পর্তুগিজ ফরোয়ার্ডের। নতুন বছরে মাত্র ৪টি গোল করেছিলেন রোনালদো (শালকে ম্যাচের আগে)। গত তিন ম্যাচে কোনো গোল ছিল না তার, মাঝে নিষেধাজ্ঞার কারণে দুই ম্যাচে খেলতেই পারেননি তিনি। সপ্তা দুয়েক আগে লিগে নগর প্রতিদ্বন্দ্বী আতলেতিকো মাদ্রিদের কাছে ৪-০ গোলে লজ্জার হারের ম্যাচে মাঠে থাকলেও খুঁজেই পাওয়া যায়নি রোনালদোকে। ফলে সমালোচকরাও উঠে পড়ে লাগে।

রিয়ালের কোচ আনচেলত্তি অবশ্য এ ম্যাচের আগে বলেছিলেন, পুরনো রূপে ফিরতে একটা মাত্র গোল দরকার রোনালদোর। গোল তো পেলেন তিনি, তাহলে আবারও কি দেখা মিলবে রোনালদোর বিধ্বংসী রূপ? উত্তরটা ভবিষ্যতে মিলবে, তবে আনচেলত্তির কোনো সন্দেহ নেই। প্রিয় শিষ্যের বিষয়ে সাংবাদিকদের তিনি বলেন, সে গোল করেছে, সে ভালো খেলেছে এবং একটা গোলে সাহায্য করেছে। ক্রিস্তিয়ানো ফিরেছে। শালকের জালে বল পাঠিয়ে চ্যাম্পিয়ন্স লিগে রিয়ালের হয়ে ৫৮ ম্যাচ খেলে গোলসংখ্যা ৫৮ তে বাড়িয়ে নিলেন রোনালদো। একই সাথে চ্যাম্পিয়ন্স লিগের সেরা গোলদাতাদের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সাবেক তারকা রাউল গনসালেসকে ছুঁলেন রোনালদো। এ প্রতিযোগিতায় দুজনেরই গোলসংখ্যা ৭১টি। গোলদাতার তালিকায় শীর্ষে থাকা লিওনেল মেসির গোল ৭৪টি।

Leave a comment