গাংনী প্রতিনিধি: আমরা পশু। দুধ ও মাংস দিই। মানুষের উপকার করি। আমাদের রয়েছে মানবতা। কিন্তু খালেদা জিয়া ও তার অনুগতদের কোনো মানবতা নেই। তারা মানুষকে নির্বিচারে হত্যা করছে। বিভিন্ন গবাদিপশুর গায়ে এমন কিছু লেখা সংবলিত ফেস্টুন নিয়ে মেহেরপুরের গাংনীতে মানুষ ও পশুতে মিছিল হয়েছে। করা হয়েছে ব্যতিক্রমী প্রতিবাদ সভা।
মেহেরপুর জেলা কৃষকলীগের সাধারণ সম্পদাক ওয়াসিম সাজ্জাদ লিখনের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার দুপুরে শতাধিক গবাদিপশু নিয়ে গাংনীর বাঁশবাড়িয়া ফুটবল মাঠ থেকে একটি ৱ্যালি বের করা হয়। গাংনী উপজেলা পরিষদ শহীদ মিনারে এসে প্রতিবাদসভায় মিলিত হয়। সভায় যোগ দেয়া গবাদি পশুর গায়ে শোভা পাচ্ছিলো বিভিন্ন ব্যানার ও ফেস্টুন। কোনো কোনো গবাদিপশুর গায়ে ব্যানারে লেখা দেখা গেছে, আমরা পশু। মানুষকে আমরা দুধ ও মাংস দিই। তাদের উপকার করি। আমাদের রয়েছে মানবতা। আবার স্লোগান লেখা হয়েছে দুনিয়ার পশু কুল এক হও, জামায়াত- বিএনপির বিরুদ্ধে লড়াই করো। যারা বোমা মেরে মানুষ খুন করছে তারা মানুষ নয়, নরপশু। আরো লেখা রয়েছে, আমরা মানবকল্যাণের বিভিন্ন কর্মকাণ্ড বুকে ধারণ করে বোঝানোর চেষ্টা করছি। খালেদা জিয়ার রাজনীতি, শোষণ সন্ত্রাস দুর্নীতি।
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের ডাকা চলমান অবরোধ ও হরতালে নাশকতার বিরুদ্ধে এ ব্যতিক্রমী প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদসভায় ওয়াসিম সাজ্জাদ লিখনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন জেলা কৃষকলীগের সভাপতি মাহবুবুল আলম শান্তি, গাংনী উপজেলা কৃষকলীগের সভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক আতিয়ার রহমান, জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক নিশান সাবের, সহসভাপতি আল ফারুক, যুগ্ম সম্পাদক সোহেল আহম্মেদ, সদর উপজেলা কৃষক লীগের সভাপতি জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শরিফ উদ্দীন নিকুল, গাংনী উপজেলা যুবলীগের সহসভাপতি আমজাদ হোসেন, পৌর যুবলীগের যুগ্ম সম্পাদক বারিউল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রবিউল ইসলাম, বঙ্গবন্ধু সৈনিক লীগের ফারুক হোসেন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি আব্দুস সাত্তার, বঙ্গবন্ধু স্মৃতিক্লাব সভাপতি যুবলীগ নেতা আশকুর রহামন আকাশ, সম্পাদক আসাদুজ্জামান মিলন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন, গাংনী ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম রতনসহ নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে উপজেলা নির্বাহী অফিসার আবুল আমিনের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে পশুদের পক্ষ থেকে স্মারকলিপি পেশ করা হয়। নাশকতা বন্ধ না হলে পশুদের নিয়ে ঢাকায় সমাবেশের হুমকি দেয়া হয় স্মারকলিপিতে।