দামুড়হুদার কার্পাসডাঙ্গা সড়কে করিমন-মোটরসাইকেল মুখোমুখি সংর্ঘষ : দুজন আহত

ভ্রাম্যমাণ প্রতিনিধি: দামুড়হুদা-কার্পাসডাঙ্গা সড়কের কোমরপুর ব্রিজ নামক স্থানে করিমন-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে করিমনচালক ও আরোহী গুরুতর জখম হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হয়েছে। গত বুধবার রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কোমরপুর গ্রামের ফজের আলীর ছেলে ইসরাফিল হোসেন (৬০) ও একই গ্রামের খেদের আলীর ছেলে করিমনচালক আ. সাত্তার (৫০) কার্পাসডাঙ্গা থেকে বাড়ি ফিরছিলো। দামুড়হুদা থেকে ছেড়ে আসা কার্পাসডাঙ্গামুখি একটি দ্রুতগামী মোটরসাইকেল কোমরপুর ব্রিজ নামক স্থানে পৌঁছুলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে করিমনচালক ও এক আরোহী গুরুতর জখম হয়। তাদেরকে উদ্ধার করে করিমনচালক আ. সাত্তারকে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বাড়ি পাঠানো হয়। ইসরাফিল গুরুতর জখম হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। কর্তব্যরত চিকিৎসকরা জানান, তার অবস্থা আশঙ্কাজনক।