মাথাভাঙ্গা মনিটর: অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপে প্রথম জয় পাওয়ার পরও দলের ফিল্ডারদের সমালোচনা করেছেন জিম্বাবুয়ে অধিনায়ক এল্টন চিগুম্বুরা। তবে ৪ উইকেটের জয়ে ব্যাটসম্যানদের ভূমিকার ঠিকই প্রশংসা করেন তিনি। নেলসনের স্যাক্সটন ওভালে গতকাল বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতের দেয়া ২৮৬ রানের লক্ষ্যে ছয় উইকেট হারিয়ে পূরণ করে জিম্বাবুয়ে। ১২ বল হাতে রেখে পাওয়া জয়ে জিম্বাবুয়ের ছয় ব্যাটসম্যান দু অঙ্কের রান তোলেন। ব্যক্তিগত সর্বোচ্চ ৭৬ রানের হার না মানা ইনিংস উপহার দেন শন উইলিয়ামস। ম্যাচ শেষ তাই সতীর্থ ব্যাটসম্যানদের প্রশংসা করে চিগুম্বুরা বলেন, ফিল্ডিং নিয়ে হতাশ। তবে ছেলেরা ব্যাট হাতে ভালো করেছে।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরে বিশ্বকাপ মিশন শুরু করলেও ওই ম্যাচে প্রতিপক্ষকে কাঁপিয়ে দিয়েছিলো জিম্বাবুয়ে। সে হারের ধাক্কা কাটিয়ে ওঠায় চিগুম্বুরার লক্ষ্য এখন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষের আগামী বৃহস্পতিবারের ম্যাচ। এ ছন্দ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষের ম্যাচে নিয়ে যেতে পারলে ভালো হবে। আশা করি আমরা ফিল্ডিংটাকে আরেকটু ঘষে-মেজে নেব এবং সব বিভাগে ভালো করার ম্যাচও খেলব। ২৮৫ রান তুলেও হেরে যাওয়ায় হতাশ সংযুক্ত আরব আমিরাতের অধিনায়ক মোহাম্মদ তৌকির। তবে ভালো খেলার তৃপ্তিও থাকার কথা ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় বলেন তিনি, আমরা কিছু ভালো ক্রিকেট খেলেছি কিন্তু আমরা ভিন্ন ফল আশা করেছিলাম।