গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী ডিগ্রি কলেজ ক্যাম্পাসে শহীদ মিনারের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য মকবুল হোসেন প্রধান অতিথি হিসেবে শহীদ মিনার উদ্বোধন করেন। গাংনী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট কথা সাহিত্যিক ছাড়াকার রফিকুর রশিদ রিজভী, জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক শহীদুল ইসলাম শাহ্, পৌর যুবলীগের যুগ্ম সম্পাদক মজিরুল ইসলাম ও স্বেচ্ছাসেবক লীগের রবিউল ইসলামসহ কলেজের শিক্ষক, কর্মচারী ও ছাত্রছাত্রীবৃন্দ। কলেজ ক্যাম্পাসে একটি শহীদ মিনার স্থাপনের দাবি ছিলো দীর্ঘদিনের। এ দাবিকে প্রাধান্য দিয়ে এমপি মকবুল হোসেন শহীদ মিনার স্থাপনের উদ্যোগ নেন। এতে ব্যয় হয়েছে সাড়ে ৫ লাখ টাকা।