আলমডাঙ্গার মুন্সিগঞ্জে হাতির দিয়ে চাদাঁবাজি

মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার মুন্সিগঞ্জ বাজার ও মুন্সিগঞ্জ পশুহাট বাজারের হাতির সাহায্যে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে চাদাঁবাজি করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বেলা ১১টার দিকে আলমডাঙ্গায় বন্ধ হওয়া সার্কাসের রেখে যাওয়া হাতি মুন্সিগঞ্জ বাজারের এক সপ্তার ব্যবধানে বিভিন্ন প্রতিষ্ঠানে চাঁদাবাজি করেছে। বাজারের প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠানে হাতি নিয়ে গিয়ে চাদাঁদাবি করা হয়, না দিলেই হাতির তর্জন গর্জনে ভয়ে পড়ে দিতে হয়েছে ২০/৫০ টাকা। টাকা অল্প দিলেও একই অবস্থা করেছে হাতি। এছাড়া মুন্সিগঞ্জ পশুহাট বাজার ও রাস্তার যানবহনেও চাদাঁবাজি করতে দেখা গেছে। হাতির সাহায্যে লাগাতার চাদাঁবাজি বন্ধে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছে এলাকাবাসী।

Leave a comment