আরও কঠোর কর্মসূচি দেয়া হবে : সালাহ উদ্দিন

স্টাফ রিপোর্টার: বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ বলেছেন, নির্দলীয় সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের আয়োজনসহ বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের গণদাবি সরকার মেনে না নিলে তারা আবারও হরতালসহ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

বিএনপির মুখপাত্র সালাহ উদ্দিন গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে একথা জানিয়ে বলেন, চলমান শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে। বিএনপি ও ২০ দলীয় জোটের পক্ষে দেয়া এ বিবৃতিতে সালাহ উদ্দিন আহমেদ আরও বলেন, নির্দলীয় সরকার ব্যবস্থায় নির্বাচনের লক্ষ্যে জাতিসংঘসহ সকল পক্ষের অর্থবহ সংলাপের উদ্যোগকে আমরা স্বাগত জানাই। তিনি অভিযোগ করেন, জনগণের অভিপ্রায় এবং সংকল্পই সাংবিধানিকভাবে রাষ্ট্রের সকল ক্ষমতার উৎস। অথচ সেই জনগণের মাত্র ৫ শতাংশ ভোটের মালিকানা নিয়ে আওয়ামী লীগ ক্ষমতার আস্ফালন করছে।