অনির্বাণ থিয়েটারের একুশে মেলার ৫ম দিনে বক্তারা

আজকের প্রজন্মকে একুশের চেতনায় শানিত করতে হবে

 

দর্শনা অফিস: ৭ দিনব্যাপি অনির্বাণ থিয়েটারের একুশে মেলার গতকাল বৃহস্পতিবার ছিলো ৫ম দিন। সন্ধ্যা ৭টায় দর্শনা প্রেসক্লাবের সাবেক সভাপতি আওয়াল হোসেনের সভাপতিত্বে আলোচনা করেন দর্শনা সরকারি কলেজের সাবেক ভিপি ইউপি চেয়ারম্যান এসএম জাকারিয়া আলম, জামাল উদ্দীন, হারুন অর রশিদ সাজ্জাদ হোসেনের উপস্থাপনায় আলোচকরা বলেন, একুশের বীরত্বগাথা ইতিহাস বাঙালি গর্বের ইতিহাস। ভাষা শহীদের রক্তে লেখা ইতিহাস। আমার ভাইয়ের বুকে রক্তে রঞ্জিত মহান একুশ বাঙালি জাতিকে মাথা উঁচু করে দাঁড়াতে শিখিয়েছে। শিখিয়েছে দুজনের বিরুদ্ধে কথা বলতে দুঃশ্বাসনের বিরুদ্ধে রুখে দাড়াতে। আজকের প্রজন্মকে একুশের চেতনায় শানিত করে তুলতে হবে। আলোচনা শেষে যশোর বিবর্তন নাট্যগোষ্ঠীর পরিবেশনায় মঞ্চস্থ হয় নাটক পেজগী। সার্বিক অনুষ্ঠনটি তত্ত্বাবধায়নে ছিলেন অনির্বাণ থিয়েটারের সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব আনোয়ার হোসেন। মেলায় রয়েছে মিনি চিড়িয়াখানা, রঙ-বেরঙের স্টল।