আমঝুপি প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনকে ঘিরে স্থানীয় আওয়ামী লীগের দুটি গ্রুপের সংঘর্ষে কমপক্ষে ৮ জন আহত হয়েছেন। আহত দুজনকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। গতকাল বুধবার বিকেলে ওই ঘটনা ঘটে।
বিকেল ৫টার দিকে আমঝুপি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান বোরহানউদ্দীন আহমেদ চুন্নুর সভাপতিত্বে আমঝুপি বাজার এলাকায় আওয়ামী লীগের দুটি গ্রুপের উপস্থিতিতে সম্মেলন শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মো. গোলাম রসুল। প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রব বিশ্বাস, জেলা ছাত্রলীগের সভাপতি বারিকুল ইসলাম লিজন। অনুষ্ঠান চলাকালে মেহেরপুর সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক মোল্লার লোকজন অবৈধ সম্মেলন মানি না মানবো না বলে স্লোগান দেন। এ সময় সাবেক চেয়ারম্যান বোরহানউদ্দীন আহমেদ চুন্নু ও সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক মোল্লা পক্ষের লোকজনের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং চেয়ার ছোড়া-ছুড়ি ও ভাঙচুরের ঘটনা ঘটতে থাকে। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন লাঠিসোঁটা নিয়ে মারামারি করতে উদ্যত হয়। ওই সময় উভয়পক্ষের সংঘর্ষে ৮ জন আহত হন। আহতদের মধ্যে রিপন ও মোহনকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়। এদিকে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ মেটাতে ব্যর্থ হয়ে অনুষ্ঠানের অতিথিরা ঘটনাস্থল ত্যাগ করেন বলে স্থানীয়রা জানান। পরে সেখানে র্যাব-পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে নেয়।
এদিকে সভাপতি পদের মাত্র একজন প্রার্থী হওয়ায় বোরহানউদ্দীন আহমেদ চুন্নু বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমঝুপি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। অপরদিকে সাধারণ সম্পাদক পদে ৫ জন প্রার্থী হওয়ায় আজ বৃহস্পতিবার ভোট অনুষ্ঠানের মধ্যদিয়ে সাধারণ সম্পাদক নির্বাচন করা হবে।