মুজিবনগর মোনাখালী ইউনিয়ন আওয়ামী লীগের কাউন্সিল সম্পন্ন

মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন দোদুল বলেছেন, পাড়ায়-মহল্লায়, ওয়ার্ড এবং প্রতিটি ইউনিয়নে আওয়ামী লীগের নেতৃত্বে শক্তিশালী কমিটি গঠন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে সকল সন্ত্রাসী বাধাকে প্রতিহত করে দেশের উন্নয়নের কাজে ঝাঁপিয়ে পড়তে হবে। গতকাল বুধবার বিকেলে মেহেরপুর মুজিবনগর উপজেলার মোনাখালী ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি গঠন সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

গোপালনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত কাউন্সিলে সভাপতিত্ব করেন মুজিবনগর উপজেলা আ.লীগের সভাপতি জিয়াউদ্দীন বিশ্বাস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আ.লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদ প্রশাসক অ্যাড. মিয়াজান আলী, সহসভাপতি আলহাজ আসকার আলী, সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান আমাম হোসেন মিলু, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ইউপি চেয়ারম্যান আয়ূব হোসেন, যুগ্মসম্পাদক আ. রশিদ, মুজিবনগর উপজেলা আ.লীগের সম্পাদক রফিকুল ইসলাম মোল্লা, উপজেলা যুবলীগ সভাপতি কামরুল হাসান চাদু ও ইউপি সভাপতি আজেহার আলী সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ। পরে রফিকুল ইসলাম রফাকে সভাপতি ও জামাত আলীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।