জীবননগরে বাল্যবিয়ের প্রস্তুতি : ভ্রাম্যমাণ আদালতে কনের পিতার ৭ দিনের কারাদণ্ড

 

জীবননগর ব্যুরো: জীবননগরে বাল্যবিয়ের দেয়ার প্রস্তুতি নেয়ার অপরাধে কনের পিতার ৭ দিনের কারদণ্ড প্রদান করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার বেনীপুর গ্রামের বাদল মণ্ডলকে (৪৮) কনের বাল্যবিয়ে দেয়ার প্রস্তুতি গ্রহণকালে ভ্রাম্যমাণ আদলতের বিচারক তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন।

আদালত সূত্রে জানা যায়, উপজেলার বেনীপুর গ্রামের মৃত মুনসুর আলী মণ্ডলের ছেলে বাদল মণ্ডল তার ৫ম শ্রেণিতে পড়ুয়া মেয়ে সীমা খাতুনকে (১৩) উপজেলার যাদবপুর গ্রামের ইয়াদ আলীর ছেলে আব্দুল খালেকের (২৪) সাথে বিয়ে ঠিক করে। আজ বৃহস্পতিবার তাদের বিয়ের দিন ধার্য করা হয়েছিলো। এ অবস্থায় গতকাল বুধবার কন্যার পিতা বাদল মণ্ডল মেয়ের বিয়ে উপলক্ষে তার ৩ কাঠা জমি বিক্রি করে বিয়ের আয়োজন করে মেয়েকে গায়ে হলুদে বসায়। এ সময় স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার নুরুল হাফিজ জীবননগর থানার এসআই আবুল হাসেমের সহযোগিতায় গায়ে হলুদের আসনে বসে থাকা অবস্থায় সীমা খাতুন ও তার পিতা বাদল মণ্ডলকে আটক করে। আদালতের বিচারক কন্যাকে বাল্যবিয়ে দেয়ার আয়োজন করার কারণে পিতা বাদল মণ্ডলকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।