আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ, সরকারি কাজে বাধা ও পুলিশের গাড়িতে ঢিল মারা মামলার তিন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করেছে। গত মঙ্গলবার রাতে বিনোদপুর ও বাদেমাজু গ্রামে অভিযান চালিয়ে এদেরকে গ্রেফতার করা হয়।
জানা গেছে, উপজেলার বাদেমাজু গ্রামের আজিমদ্দিন শেখের ছেলে মোজাম্মেল হক (৪৫), একই গ্রামের মৃত খোয়াজ উদ্দিনের ছেলে বজলুর রহমান (৪৮) ও বাদেমাজু গ্রামের মফিজ উদ্দিনের ছেলে শামছুল হুদা (৪৫) ২০১৩ সালে সাঈদীকে চাঁদে দেখার গুজবে বিনোদপুর বাদেমাজু মোড়ে রাস্তায় আগুন জ্বালানো, সরকারি কাজে বাধা প্রদান ও পুলিশের গাড়িতে ঢিল মারা অপরাধে আদালতে এ তিনজনসহ কয়েকজনের নামে মামলা হয়। তারা আদালতে হাজির না হলে আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ার জারি করেন। গতপরশু রাতে আলমডাঙ্গা থানার সেকেন্ড অফিসার এসআই জুয়েল ইসলাম, এসআই জসিম ও এএসআই লিয়াকত আলী সঙ্গীয় ফোর্স নিয়ে বিনোদপুর বাদেমাজু গ্রামে অভিযান চালিয়ে তাদের তিনজনকে গ্রেফতার করে থানায় নেন। গতকালই তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।