মাথাভাঙ্গা মনিটর: সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে বাগদানের খবর প্রকাশ করলেন আলোচিত মার্কিন গায়িকা লেডি গাগা। দীর্ঘদিন টেইলর কিনির সাথে প্রেম করার পর অবশেষে আংটি বদলের কাজটি সারলেন তিনি। ইন্সটাগ্রামে তার ৫৫ লাখ অনুসারীর উদ্দেশ্যে হৃদয় আকৃতির আংটির ছবি দিয়ে ২৮ বছর বয়সী এ পপ তারকা লিখেছেন, ভালোবাসা দিবসে সে আমাকে তার হৃদয় দিয়েছে, আর আমি তাকে হ্যাঁ বলেছি। আবেদনময় ও কিম্ভুত পোশাকের কারণে লেডি গাগা সুপরিচিত। ২০১০ সালে এমটিভি মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে কাঁচা মাংসের পোশাক পরে আসায় আলোচনার কেন্দ্রে এসেছিলেন তিনি। ৩৩ বছর বয়সী টেইলর কিনি বেশ কিছু টিভি শো এবং সিনেমায় অভিনয় করেছেন। শিকাগো ফায়ার নামের একটি টিভি সিরিয়ালে অভিনয়ের কারণে তিনি সুপরিচিত।