স্টাফ রিপোর্টার: নির্বাচন কমিশন সচিব সিরাজুল ইসলাম জানিয়েছেন, সীমানা নির্ধারনের গেজেট পাওয়ার পর ঢাকা দু সিটি করপোরেশন নির্বাচনের ব্যবস্থা নেয়া হবে। তবে জুনের প্রথম সপ্তায় চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচন হতে পারে। গতকাল মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে ইসি সচিবালয়ে সাংবাদিকদের তিনি একথা জানান। ইসি সচিব বলেন, এ বছরের জুলাই মাসের ১৫ তারিখ বর্তমান মেয়রের মেয়াদ শেষ হবে। স্থানীয় সরকার আইনে মেয়াদ শেষ হওয়ার পূর্ববর্তী ১৮০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বিধান রয়েছে। তবে এসএসসি ও এইচএসসি পরীক্ষা এবং রোজার মধ্যে নির্বাচন করা যাবে না বলে তিনি জানান। ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) নির্বাচন কবে সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে সিরাজুল ইসলাম বলেন, ডিসিসি নির্বাচন করার জন্য কমিশন প্রস্তুত রয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয় সীমানা নির্ধারণ বিষয়ে প্রজ্ঞাপন জারি করার পর নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।