মাথাভাঙ্গা মনিটর: সহজ লক্ষ্য তাড়া করেও বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডের বিরুদ্ধে কঠিন লড়াইয়ের মধ্যেই জিততে হলো নিউজিল্যান্ডকে। ২৪.৫ ওভার বল খেলে ৭ উইকেট হারিয়ে ১৪৬ করে স্বাগতিকরা। স্কটিশদের বিরুদ্ধে পেল ৩ উইকেটের জয়। স্কটল্যান্ডের দেয়া ১৪৩ রানের মামুলি টার্গেটে ব্যাট করতে নেমে দ্রুতই ৩ উইকেট হারায় নিউজিল্যান্ড। উদ্বোধনী ব্যাটসম্যান মার্টিন গাপটিলকে ১৭ রানে ও ম্যাককালামকে ১৫ রানে ফেরান ইয়ান ওয়ার্ডল। রস টেইলরকে ১৫ রানে ফেরান মাজিদ হক। ১০.৩ ওভারে ৬৬ রানে তিন উইকেট নিউজিল্যান্ড। পরবর্তী ১০.৩ ওভারে আরো ৫১ রান তুলতে উইলিয়ামসন (৩৮) ও ইলিয়টের (২৩) উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা। তখন তাদের রান ২১ ওভারে ৫ উইকেটে ১১৭। পরে আরো দ্রুতই ২ উইকেট হারিয়ে চাপে পড়ে নিউজিল্যান্ড। শেষ পর্যন্ত ডেনিয়েল ভেট্টরির ব্যাট থেকে জয় সূচক ৪ রান করে লক্ষ্যে পৌঁছে ব্ল্যাক ক্যাপসরা। স্কটল্যান্ডের ইয়ান ওয়ার্ডল ও ডেবিই নেন ৩টি করে ও মাজিদ হক পান এক উইকেট। এর আগে ৩৬.২ ওভারে ১৪২ রানে অলআউট হয়ে যায় স্কটল্যান্ড। টসে হেরে ব্যাট করতে নেমেই বিপদে পড়ে স্কটল্যান্ড। মাত্র ১২ রানে তাদের টপ অর্ডার ৪ ব্যাটসম্যান সাজঘরে ফিরে যান। পরে পঞ্চম উইকেটে রিচি বেরিংটন ও ম্যাট মাসান দলের হাল ধরেন। তাদের ৯৭ রানের পাটনারশিপ দলকে প্রাথমিকভাবে বিপর্যয়ের হাত থেকে করে। এরপর তারা সাজঘরে ফিরে গেলে আর কোনো ব্যাটসম্যান দাঁড়াতে পারেনি। ফলে ৩৬.২ ওভারে ১০ উইকেটে ১৪২ রান সংগ্রহ করে।
নিউজিল্যান্ডের টেন্ট বোল্ট, টিম সাউদি দুটি করে ও অ্যান্ডারসন এবং ড্যানিয়েল ভেট্টোরি তিনটি করে উইকেট নেয়। পুল ‘এ’র ম্যাচটি মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১১টায় (বাংলাদেশ সময় ভোররাত ৪টা) নিউজিল্যান্ডের ডুনেডিনের ইউনিভার্সিটি ওভালে অনুষ্ঠিত হয়। ২০১৫ বিশ্বকাপে টানা দ্বিতীয় ম্যাচ জিতলো নিউজিল্যান্ড।