সমুদ্রে বিএমডব্লিউ : অল্পের জন্য প্রাণরক্ষা

মাথাভাঙ্গা মনিটর: মাত্র কয়েক সেকেন্ডের জন্য নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছেন যুক্তরাষ্ট্রের অকল্যান্ডের এক মহিলা। আর একটু দেরি হলেই বিএমডব্লিউ গাড়িসহ সলিল সমাধি হতে চলেছিলো মহিলাটির। মহিলাটি গতকাল মঙ্গলবার তার গাড়ি সাগরের পাড়ে পার্ক করতে গিয়ে এ বিপত্তি ঘটে। গাড়িটি পাথরের দেয়ালের বাধা পার হয়ে সাগরে গিয়ে পড়ে। এর পরই দ্রুত গতিতে ডুবতে থাকে গাড়িটি। গাড়িটির সামনের অংশটি প্রথমে ডুবে যাওয়ায় পেছনের দিকে চলে আসেন মহিলাটি। গাড়িটির ভেতরে তখন থই থই পানি। এ সময়ই এগিয়ে আসেন দুজন পুলিশ সদস্য। ডুবন্ত গাড়িটিতে মহিলাটিকে দেখে একটি পাথর দিয়ে গাড়ির পেছনের কাঁচে সজোরে আঘাত করে ভেঙে ফেলেন তাদের একজন। এর পর এ ভাঙা অংশটি দিয়েই বের করে আনা হয় মহিলাকে। উদ্ধার হওয়ার কিচ্ছুক্ষণের মধ্যেই ডুবে যায় গাড়িটি। পরে অবশ্য গাড়িটিকে ডাঙায় টেনে তোলা হয়।