মালদহে সহকর্মীর গুলিতে নিহত এক বিএসএফ জওয়ান : আহত ৩

 

মাথাভাঙ্গা মনিটর: সহকর্মীর ছোড়া গুলিতে নিহত হলেন এক বিএসএফ জওয়ান। আহত হয়েছেন তিনজন। গতকাল মঙ্গলবার সকালে মালদহের বৈষ্ণবনগরের এক বিএসএফ ক্যাম্পে। মালদহ সেক্টরের বিএসএফ’র ডিজি রাজ সিংহ রাঠৌর জানিয়েছেন, হামলাকারী ওই জওয়ান ফরাক্কার কাছে ১৭ মাইল এলাকায় ২০ ব্যাটালিয়নে কর্মরত ছিলেন।

বিএসএফ সূত্রে খবর, সকালে অভিযুক্ত জওয়ানের সাথে তার সহকর্মীদের বচসা শুরু হয়। এ সময় নিজের রাইফেল থেকে সহকর্মীদের লক্ষ্য করে গুলি চালান তিনি। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান হেড কনস্টেবল মুলচাঁদের। আহত হন তিন জওয়ান সুরেন্দ্র কুমার, জামাল খান এবং এসকে প্রভাকর। তাদের উদ্ধার করে মালদহের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বিএসএফ’র এক আধিকারিক জানিয়েছেন, গুলি চালানোর পরই ঘটনাস্থল থেকে পালিয়ে যান অভিযুক্ত জওয়ান। তার খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বলে তিনি জানান। বিএসএফ সূত্রে জানানো হয়েছে, প্রাথমিকভাবে বচসার কারণেই এ ঘটনা বলেছে বলে মনে হচ্ছে। তবে এর পেছনে অন্য কোনো কারণ আছে কি-না তাও খতিয়ে দেখা হচ্ছে। এদিন আহত জওয়ানদের দেখতে হাসপাতালে যান ডিজি রাঠৌর।

Leave a comment