ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কের ছাগলফার্মের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি ককটেল উদ্ধার করেছে ঝিনাইদহ থানা পুলিশ। ঝিনাইদহ সদর সার্কেল এএসপি গোপীনাথ কাঞ্জিলাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন সন্ত্রাসীরা ঝিনাইদহ শহরে নাশকতা করার প্রস্তুতি নিচ্ছে ও সন্ত্রাসীরা জড়ো হয়েছে। এ সংবাদ পেয়ে এএসপি সঙ্গীয় ফোর্স নিয়ে গতকাল বিকেল ৩টার দিকে ছাগলফার্ম এলাকায় যান। সেখানে পোছানোর পর সন্ত্রাসীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে দুটি ককটেল উদ্ধার করে। এ ব্যাপারে ঝিনাইদহ থানায় একটি মামলা হয়েছে।