জীবননগর ধোপাখালী গয়েশপুর উথলী মেদিনীপুর ভারতীয় মালামাল উদ্ধার

 

জীবননগর ব্যুরো: জীবননগর সীমান্ত ফাঁড়ি বিজিবি সোমবার ও গতকাল মঙ্গলবার ধোপাখালী, গয়েশপুর, উথলী ও মেদিনীপুর বিওপি বিজিবি সদস্যরা সীমান্তের বিভিন্ন স্থানে চোরাচালানী বিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় দ্রব্যাদি উদ্ধার করেছে। উদ্ধারকৃত অবৈধ পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় মদ, ফেনসিডিল, টিভির পার্টস ও দেশি লুঙ্গি।

বিজিবি সূত্রে জানা যায়, গত সোমবার গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর ক্যাম্পের হাবিলদার শওকত আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে নারায়নপুর মোড় ৪৭ বোতল ভারতীয় ফেনসিডিল ও ৭৮ পিস বাংলাদেশি লুঙ্গি উদ্ধার করেন। গতকাল মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে ধোপাখালী, গয়েশপুর, উথলী, মেদিনীপুর বিওপির টহল কমান্ডার যথাক্রমে হাবিলদার তোতা মিয়া, হাবিলদার ওয়াজেদ আলী, হাবিলদার মিন্টু সরকার, নায়েক সৈয়দ আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ছটাঙ্গা আমবাগান, গয়েশপুর উত্তর পাড়ামাঠ, উথলী মোল্লবাড়ি ও মেদিনীপুর গ্রামের আইসিপি পাকা রাস্তা, থেকে ৫৯ বোতল ভারতীয় মদ, ১৭০ বোতল ফেনসিডিল, ৫ হাজার পিস ভারতীয় টিভির কার্বন ফিল্ম রেজিস্ট্রার, ১ হাজার ১শ পিস টিভির ক্যাপাসিটর ও ২৮ হাজার পিস ভারতীয় ডেক্সাম ট্যাবলেট উদ্ধার করেন। যার আনুমানিক বাজার মূল্য ৫ লাখ ৮৪ হাজার ৫শ টাকা বলে চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এসএম মনিরুজ্জামান নিশ্চিত করেছেন।

Leave a comment