জীবননগর ব্যুরো: জীবননগর আনসারবাড়িয়া রেলস্টেশনে গাঁজা সেবনকালে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা দু মাদকসেবীকে আটক করেছে। আটককৃত দু মাদকসেবীদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদলতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার নূরুল হাফিজ মাদকসেবী নাসিম ও পান্নাকে জেল-জরিমানা প্রদান করেন।
আদালত সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বিমল কুমার ভট্টাচার্য থানা পুলিশের সহায়তায় আনসারবাড়িয়া রেল স্টেশনে অভিযান চালান। এ সময় আন্দুলবাড়িয়া গ্রামের টিপু মিয়ার ছেলে নাসিম ও লাল্টুর ছেলে পান্না সেখানে গাঁজা সেবন করছিলো। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা মাদকাসেবীদের আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে। আদালতের বিচারক ইউএনও নূরুল হাফিজ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নাসিমকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পান্নাকে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করে জেলহাজতে প্রেরণ করেন।