গাংনীর জুগিরগোফায় মুরগি খামারির বাড়িতে বোমা ফাটিয়ে ডাকাতি

 

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার জুগিরগোফা গ্রামের মুরগি খামারি হেলাল উদ্দীনের বাড়িতে গতরাত একটার দিকে কৌশলে নগদ টাকা ও মালামাল ডাকাতি করেছে একদল ডাকাত। তবে গ্রামবাসীর প্রতিরোধে তিনটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে গেছে ডাকাত দল। বোমাগুলো ফাঁকা স্থানে বিস্ফোরিত হওয়ায় কেউ হতাহত হয়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, ষোলটাকা ইউনিয়নের জুগিরগোফা গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে হেলাল উদ্দীন প্রতি দিনের ন্যায় ঘরে ঘুমিয়ে ছিলেন। এ সময় তার বাড়ির আঙিনার মুরগির খামারে ঢুকে ডাকাতদলের সদস্যরা শব্দ করে। এতে ঘুম ভাঙে খামার মালিকের। খামারে শেয়াল প্রবেশ করতে পারে ভেবে তিনি ঘর থেকে বের হয়ে খামারে প্রবেশ করছিলেন। এ সময় মুখোশধারী কয়েকজন ডাকাত সদস্য তাকে জাপটে ধরে তার ঘরে নেয়ার চেষ্টা করে। হেলাল উদ্দীন ডাকাত দলের সদস্যদের হাত থেকে ছুটে দৌঁড়ে পালিয়ে গিয়ে গ্রামের মানুষ জড়ো করার চেষ্টা করেন। এ ফাঁকে ডাকাতদলের সদস্যরা তার ঘর থেকে এক জোড়া কানের দুল ও নগদ সাড়ে ১২ হাজার টাকাসহ ২০ হাজার টাকার মালামাল লুটে নেয়। গ্রামের মানুষ জড়ে হয়ে হেলাল উদ্দীনের বাড়ির চারদিকে অবস্থান নেয়। ডাকাত দলের সদস্যরা ওই বাড়ির মধ্যে আটকে পড়ে। বিপদ আঁচ করতে পেরে তারা বাড়ির পাশে ফাঁকা স্থানে একটি বোমার বিষ্ফোরণ ঘটায়। এতে কেউ হতাহত না হলেও আতঙ্কে গ্রামবাসী পিছু হটে। এ সময় আরো দুটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় ডাকাতরা।

হেলার উদ্দীনের প্রতিবেশীরা জানান, গতকাল একটি এনজিও থেকে সাড়ে ১২ হাজার টাকার ঋণ উত্তোলন করেন হেলাল উদ্দীন। সংসারের কাজে লাগানোর আগেই তা ডাকাতরা লুটে নেয়। পরিচিতি কোনো ব্যক্তি টাকার খোঁজ পেয়েই ডাকাতি করেছে বলে ধারণা করছেন গ্রামের অনেকেই।

বিষয়টি জানতে চেয়ে গতরাতে গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেনের সাথে মোবাইলফোনে যোগাযোগ করা হলে তিনি মাথাভাঙ্গাকে জানান, বিষয়টি কেউ তাকে অবহিত করেননি। পুলিশ পাঠিয়ে খবর নেয়া হচ্ছে বলে জানান তিনি।

Leave a comment