ইরাকে ৪৫ জনকে পুড়িয়ে মারলো আইএস

মাথাভাঙ্গা মনিটর: ইরাকে ৪৫ জন মানুষকে পুড়িয়ে হত্যা করেছে ইসলামপন্থি জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) সদস্যরা। মঙ্গলবার দেশটির পশ্চিমের শহর আল-বাগদাদিতে এ ঘটনা ঘটেছে। গত সপ্তায় আল-বাগদাদি শহরের বেশির ভাগ অংশ নিয়ন্ত্রণে নেয় আইএস জঙ্গিরা। এতো মানুষকে একসাথে কেন পুড়িয়ে মারা হলো কিংবা যাদের মারা হয়েছে তাদের পরিচয় কী, এ বিষয়ে এখনো জানা যায়নি। দুর্বল যোগাযোগব্যবস্থা এবং ওই অঞ্চলে লড়াই চলার কারণে এসব তথ্যের বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। ইরাকের সামরিক কর্মকর্তা কর্নেল কাশিম আল-ওবেইদি জানান, হতাহতরা নিরাপত্তাবাহিনীর সদস্য বলে ধারণা করা হচ্ছে। ওই এলাকায় নিরাপত্তা বাহিনীর সদস্য ও তাদের পরিবারের সদস্যদের ঘরবাড়ি বর্তমানে আইএসের হামলার শিকার হচ্ছে। এ পরিস্থিতিতে তিনি সরকার ও আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সাহায্যের আবেদন করেছেন।