অনির্বাণ থিয়েটারের একুশে মেলার তৃতীয় দিন

 

দর্শনা অফিস: ৭ দিনব্যাপি অনির্বাণ থিয়েটারের একুশে মেলার গতকাল মঙ্গলবার ছিলো তৃতীয় দিন। সন্ধ্যা ৭টায় বীর মুক্তিযোদ্ধা বদরুল আলম ফিট্টুর সভাপতিত্বে আলোচনা করেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার খুলনা বিভাগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন জুলিয়াস, গণউন্নয়ন গ্রন্থাগারের পরিচালক সাহিত্যিক আবু সুফিয়ান। মিল্টন কুমার শাহার উপস্থাপনায় আলোচকরা বলেন, একুশের বীরত্বগাথা ইতিহাস বাঙালি গর্বের ইতিহাস। ভাষা শহীদের রক্তে লেখা ইতিহাস। আমার ভাইয়ের বুকে রক্তে রঞ্জিত মহান একুশ বাঙালির জাতিকে মাথা উঁচু করে দাঁড়াতে শিখিয়েছে। আলোচনা শেষে ঝিনাইদহ অঙ্কুর নাট্যগোষ্ঠীর পরিবেশনায় মঞ্চস্থ হয় নাটক শিখিকথা। অনুষ্ঠনটি তত্ত্বাবধানে ছিলেন অনির্বাণ থিয়েটারের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন।

Leave a comment