মিসরীয় একদল খ্রিষ্টানের শিরশ্ছেদ করেছে আইএস

মাথাভাঙ্গা মনিটর: লিবিয়ার ইসলামিক স্টেট (আইএস) জিহাদিরা একদল মিসরীয় খ্রিষ্টান ধর্মাবলম্বীর শিরশ্ছেদ করার একটি ভিডিও প্রকাশ করেছে। ওই ভিডিওতে দেখা যায়, কয়েক সপ্তাহ আগে লিবিয়ায় অপহৃত একুশজন মিসরীয় খ্রিষ্টানের মধ্যে অন্তত দশজনের শিরশ্ছেদ করা হয়েছে। ঘটনার প্রতিক্রিয়ায় মিসরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল সিসি জাতীয় নিরাপত্তা পরিষদের সঙ্গে তড়িঘড়ি এক বৈঠক করে, সাতদিনের শোক ঘোষণা করেছেন। জঙ্গিদের প্রকাশিত ফুটেজের ক্যাপশনে লেখা ছিলো- ধর্মের কারণেই ওই মিসরীয় খ্রিষ্টান ধর্মাবলম্বীদের, যাদের কপটিক ক্রিস্টিয়ান বলা হয়, তাদের টার্গেট করা হয়েছে। যাদের শিরশ্ছেদ করা হয়েছে, তাদের মিসরের শত্রুভাবাপন্ন চার্চের অনুসারী বলে অভিহিত করা হয় ভিডিওতে। ডিসেম্বর ও জানুয়ারিতে লিবিয়ার পূর্বাঞ্চলীয় সিরতে শহর থেকে একুশজন মিসরীয় খ্রিষ্টান ধর্মাবলম্বীকে অপহরণ করা হয়। যাদের মধ্যে অন্তত দশজনের শিরশ্ছেদ করা হয়েছে। ঘটনার প্রতিক্রিয়ায় মিসরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল সিসি জাতীয় নিরাপত্তা পরিষদের সাথে বৈঠক করে, সাতদিনের শোক ঘোষণা করেছেন।