স্টাফ রিপোর্টার: জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা জাসাস নেতা নায়ক হেলাল খানকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল সোমবার বিকেলে ঢাকা জজকোর্ট এলাকা থেকে তাকে আটক করা হয়। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিএনপির যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের সোমবার আদালতে একটি মামলায় হাজিরার দিন ধার্য ছিলো। ধার্য দিন অনুযায়ী তাকে আদালতে আনা হয়। রিজভীর সাথে দেখা করতে আদালত পাড়ায় যান নায়ক হেলাল খান। দেখা করে ফিরে যাওয়ার পথে ডিবি পরিচয়ে তাকে আটক করে নিয়ে যাওয়া হয়। আটকের পর নায়ক হেলাল খানকে ডিবি কার্যালয়ে নেয়া হয়। এর আগে গত রোববার রাতে জনপ্রিয় কণ্ঠশিল্পী বেবী নাজনীনকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের রাজনৈতি কার্যালয়ের সামনে থেকে আটক করে। পরে থানায় নিয়ে তাকে ছেড়ে দেয়া হয়।