স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা ক্লাসিক মডেল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার ক্লাসিক মডেল একাডেমির ছেলে-মেয়েদের ২১টি ইভেন্টে পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সরকারি বালিকা বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকা মিসেস ইলা হক। তিনি বলেন, খেলাধুলা লেখাপড়ার একটি অংশ, নিয়মিত খেলাধুলা করলে শরীর ও মন ভালো থাকে। বিশেষ অতিথি ছিলেন, লিয়াকত আলী, মাহবুব আশিক, ইমদাদুল হক, সরোয়ার হোসেন ও অভিভাবকদের মধ্যে ছিলেন হাসান কাদীর প্রমুখ। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ক্লাসিক মডেল একাডেমির পরিচালক মফিজুর রহমান জোয়ার্দ্দার।