কুষ্টিয়া সরকারি কলেজের পুকুরে ডুবে গাংনীর কলেজছাত্রের মৃত্যু

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনীর কলেজছাত্র সুজন সৌরভ পানিতে ডুবে মারা গেছেন। গতকাল সোমবার সকালে কুষ্টিয়া সরকারি কলেজের পুকুরে এ ঘটনা ঘটে। তিনি গাংনী কলেজপাড়ার এনজিওকর্মী আযম আলী ও শিরিনা খাতুনের ছোট ছেলে কুষ্টিয়া সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের অর্থনীতি বিভাগের ছাত্র ছিলেন। গতকালই মরদেহ ময়নাতদন্ত শেষে দাফনের উদ্দেশে পিতার জন্মভূমি মাগুরায় নেয়া হয়েছে।
নিহতের পারিবারিক ও কলেজ সূত্রে জানা গেছে, গতকাল সকাল সাড়ে আটটার দিকে সৌরভ কলেজ হোস্টেল থেকে বের হয়ে কলেজের পুকুরে একা গোসল করতে যান। সাঁতার না জানায় গোসলের এক পর্যায়ে পানিতে ডুবে যান। দীর্ঘ সময় অতিবাহিত হলেও তিনি হোস্টেলে ফিরে না আসায় সহপাঠীদের সন্দেহ হয়। তারা কয়েকজন মিলে পুকুর পাড়ে গিয়েও সৌরভের কোনো সন্ধান পাননি। এক পর্যায়ে বিষয়টি কুষ্টিয়া ফায়ার সার্ভিসে জানানো হয়। কুষ্টিয়া ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন ম্যানেজার আলী সাজ্জাদ জানান, ফায়ার সার্ভিস সদস্যরা পুকুরে সন্ধান চালান। এক পর্যায়ে সৌরভের মরদেহ উদ্ধার করা হয়। এদিকে সৌরভের মর্মান্তিক মৃত্যুতে তার পরিবার, প্রতিবেশী, স্বজন ও সহপাঠীদের মাঝে বিরাজ করছে শোকের ছায়া। সৌরভের এভাবে চলে যাওয়া কিছুতেই মেনে নিতে পারছেন না তারা। রাত আটটার দিকে সৌরভের মরদেহ পৌছায় তার পিতার জন্মস্থান মাগুরার শ্রীপুর উপজেলার দারিয়াপুর গ্রামে। সেখানে তার দাফন সম্পন্ন হবে বলে পারিবারিকসূত্রে জানা গেছে। চাকরির সুবাদে সৌরভের পিতা গাংনী শহরে বসবাস করতেন।