মাথাভাঙ্গা মনিটর: আপত্তিকর ভাষায় কথা বলায় জরিমানা করা হয়েছে ওয়েস্ট ইন্ডিজের ড্যারেন স্যামি ও আয়ারল্যান্ডের জন মুনিকে। গতকাল সোমবার নেলসনের স্যাক্সটন ওভালে ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ডের ম্যাচ শেষে স্যামি ও মুনিকে জরিমানা করেন ম্যাচ রেফারি ক্রিস ব্রড। দু খেলোয়াড়ই দোষ স্বীকার করে নেয়ায় কোনো শুনানির দরকার হয়নি। আচরণবিধি ভঙ্গ করায় দু খেলোয়াড়কেই ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা করা হয়। দুটি ঘটনাই ঘটে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিঙের সময়। ৬৭ বলে ৮৯ রানের ক্যারিয়ার সেরা ইনিংস খেলার পথে ৩৪তম ওভারে একটি শট খেলার পর স্যামি আপত্তিকর শব্দ উচ্চারণ করেন, যা শুনতে পান টেলিভিশনের সামনে থাকা দর্শকরাও। আর ৪৫তম ওভারে একজন ফিল্ডার ক্যাচ ছাড়লে বেশ কয়েকবার আপত্তিকর শব্দ উচ্চারণ করেন মুনি। ম্যাচটিতে আয়ারল্যান্ডের কাছে ৪ উইকেটে হারে ওয়েস্ট ইন্ডিজ।