ভারতের উত্তরপ্রদেশে ভবন ধসে নিহত ১৩

মাথাভাঙ্গা মনিটর: ভারতের উত্তরপ্রদেশের মোগলসরাইয়ে একটি নির্মাণাধীন ভবন ভেঙে ১৩ জন নিহত হয়েছে। তারা একই পরিবারের সদস্য বলে মনে করা হচ্ছে। উত্তর প্রদেশে তিনতলা এ বাড়িটির নির্মাণকাজ প্রায় শেষের পথে। মৃতরা সবাই ওই বাড়ির মালিকের স্বজন। ঘটনার সময় তারা সবাই একতলায় ঘুমাচ্ছিলেন বলে জানিয়েছে পুলিশ। বারানসি শহরের কাছে দুলহিপুর গ্রামে ওই ভবনটি ধসে পড়ার সময় অন্তত ৩ জন অক্ষত অবস্থায় বেঁচে গেছেন। ঘটনাস্থলে মারা গেছে ১২ জন এবং হাসপাতালে আরো ১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। ভারতে এ ধরনের আরো অনেক ঘটনা ঘটেছে। স্থানীয় চান্দৌলির পুলিশ সুপার মুনিরাজ বলেছেন, তাড়াহুড়ো করে নির্মাণকাজ করা হচ্ছিলো বলেই মনে করা হচ্ছে। পুলিশ ভবনের ঠিকাদারকে খুঁজছে এবং কি কারণে বাড়িটি ভেঙে পড়লো তা খতিয়ে দেখছে।

Leave a comment