মাথাভাঙ্গা মনিটর: নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় দামাতুরু শহরে এক নারী আত্মঘাতী বোমা হামলায় ১০ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। যে জায়গায় হামলাটি হয় সেখানে প্রায়ই হামলা চালায় বোকো হারাম জঙ্গিরা। দামাতুরুর কেন্দ্রীয় মোটর পার্কে বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পাওয়া এবং লোকজনকে আতঙ্কগ্রস্ত হতে দেখার কথা জানান এক প্রত্যক্ষদর্শী। হামলার দায় কেউ স্বীকার করেনি। তবে হামলার পেছনে বোকো হারাম জঙ্গিদের হাত আছে বলে মনে করা হচ্ছে। গত বছর ধরে এ জঙ্গি গোষ্ঠীটি নারী আত্মঘাতী বোমা হামলাকারীদেরকে দিয়ে হামলা চালাচ্ছে। ইয়োবে রাজ্যের এক পুলিশ মুখপাত্র হামলার নিহতের সংখ্যা ১০ এবং আহতের সংখ্যা ৩০ বলে জানিয়েছেন। আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর।