ঝিনাইদহে ককটেল বিস্ফোরণে রিকশাচালক আহত

 

ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ শহরের মাওলানা ভাসানী সড়কে দুটি ককটেল বিস্ফোরণে অজ্ঞাত এক রিকশাচালক আহত হয়েছেন। গতকাল রোববার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। ককটেল বিস্ফোরণের স্থানের অদূরেই বিচারকদের বাসভবন রয়েছে।

                ঝিনাইদহ সদর থানার এসআই আনোয়ার হোসেন জানান, রাত সাড়ে ৯টার দিকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা ভাসানী সড়কে বিচারকদের বাসভবনের সামনে পরপর দুটি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। তবে কারা এ ঘটনার সাথে জড়িত তা পুলিশ নিশ্চতভাবে জানাতে পারেনি।

                এ ব্যাপারে ডিএসবির এসআই কামরুজ্জামান জানান, দুর্বৃত্তদের গ্রেফতার করতে পুলিশ আশপাশ এলাকায় অভিযান শুরু করেছে। এদিকে ককটেল বিস্ফোরণের প্রতিবাদে ঝিনাইদহ জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা তাৎক্ষণিকভাবে শহরে বিক্ষোভ মিছিল বের করে। ছাত্রলীগ ককটেল বিস্ফোরণের ঘটনায় বিএনপি-জামায়াতকে দায়ী করেছে।

Leave a comment