চুয়াডাঙ্গা ৬ বিজিবির অভিযানে দত্তনগর থেকে রুপো উদ্ধার

 

জীবননগর ব্যুরো: ঝিনাইদহের দত্তনগর এলাকা থেকে গতকাল রোববার ভোরে ৩৫ কেজি রুপো উদ্ধার করা হয়েছে। চুয়াডাঙ্গা বিজিবির দুটি টিম গতকাল রোববার যৌথ অভিযান চালিয়ে এ রুপো উদ্ধার করে। উদ্ধারকৃত রুপো গয়না তৈরির উদ্দেশে ভারত থেকে চোরাইপথে আনা হচ্ছিলো।

বিজিবি এক প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছে, চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়ন কমান্ডিং অফিসার লে. কর্নেল এসএম মনিরুজ্জামান ও বাঘাডাঙ্গা বিওপি কমান্ডার নায়েব সুবেদার তোফাজ্জেল হোসেন গোপন সংবাদের ভিত্তিতে ভোরে যৌথভাবে দত্তনগর এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে ৩৫ কেজি রুপো উদ্ধার করে বিজিবি। যার আনুমানিক বাজার মূল্য ৫৯ লাখ ৫০ হাজার টাকা। উদ্ধারকৃত রুপো গয়না তৈরির জন্য ভারত থেকে চোরাইপথে বাংলাদেশে নিয়ে আসা হচ্ছিলো বলে বিজিবি ধারণা করছে।

এছাড়াও গতকাল রোববার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উথলী বিওপির টহল কমান্ডার মিন্টু সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে উথলী আমতলা থেকে ৪৫ বোতল ভারতীয় মদ এবং ৩৮ বোতল ফেনসিডিল আটক করতে হয়।