গাংনী প্রতিনিধি: প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ফাতেমা খাতুন নামের এক স্কুলছাত্রীকে অপহরণের অপচেষ্টা চালিয়েছে মিনারুল ইসলাম নামের অপর এক স্কুলছাত্র। গত শনিবার রাত দেড়টার দিকে মিনারুল ও তার সঙ্গীরা ফাতেমাকে তার বাড়ি থেকে অপহরণের চেষ্টা চালায়। এ সময় প্রতিবেশীদের প্রতিরোধের মুখে অপহরণকারীরা একটি মোবাইলফোন ও একটি খেলনা পিস্তল ফেলে পালিয়ে যায়। ফাতেমা খাতুন স্থানীয় আরবিজিএম মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী চরগোয়াল গ্রামের কৃষক ফজলুর রহমানের মেয়ে। এ ব্যাপারে গাংনী থানায় একটি মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ফাতেমার পরিবার।
স্কুলছাত্রী ফাতেমার মা কুরছিয়া খাতুন জানান, বেশ কিছু দিন যাবত রামনগর গ্রামের আমজাদ হোসেনের ছেলে ও আরবিজিএম মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র মিনারুল প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলো। কিন্তু ফাতেমা এ প্রস্তাব প্রত্যাখ্যান করায় তাকে অপহরণের হুমকি দেয়। গত শনিবার রাত দেড়টার দিকে মিনারুল তার সঙ্গী অসীম ও সেলিমসহ কয়েকজন বাড়িতে প্রবেশ করে ফাতেমাকে জোরপূর্বক অপহরণের চেষ্টা চালায়। সে সময় বাড়ির লোকজনের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে অপহরণকারীরা একটি মোবাইলফোন ও একটি খেলনা পিস্তল ফেলে পালিয়ে যায়। বিষয়টি স্থানীয় পুলিশ ক্যাম্পে জানানো হয়। আরবিজিএম মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্যদের সভাপতি হাফিজুল ইসলাম জানান, গতকাল সকালে ফাতেমার মা তার কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। এ ব্যাপারে পর্যদের মিটিং করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ব্যাপারে গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।