আলমডাঙ্গায় আ.লীগের বর্ধিত সভায় হুইপ ছেলুন জোয়ার্দ্দার এমপি

সকল অপশক্তির বিরুদ্ধে আমাদের রুখে দাড়াতে হবে

 

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় জাতীয় সংসদের হুইপ চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি প্রধান অতিথি ছিলেন। এ সময় তিনি বলেন, খালেদা জিয়া এদেশকে পাকিস্তান বানাতে চান। পাকিস্তানে যেভাবে বোমা মেরে মানুষ হত্যা করা হচ্ছে, ঠিক সেভাবে তার নির্দেশে এ দেশে পেট্রোলবোমা মেরে মানুষ পুড়িয়ে মারা হচ্ছে। যে অবরোধ, হরতাল মানুষ মানে না সেই তামাশার হরতাল দিয়ে মানুষ হত্যা করে দেশটাকে জঙ্গি রাষ্ট্র বানাতে চান। তিনি বলেন, সকল অপশক্তির বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। মানুষের জানমালের নিরাপত্তা দেয়ার জন্য তাদের পাশে দাঁড়াতে হবে। তিনি গতকাল রোববার আলমডাঙ্গায় আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান কাদির গনুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আওরঙ্গজেব মোল্লা টিপু, সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মালেক, তথ্য ও গবেষণা সম্পাদক কাউসার আহম্মেদ বাবলু, পৌর আওয়ামী লীগের সভাপতি আবু মুসা, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন ও জেলা আওয়ামী লীগের সদস্য শাহ আলম। উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইয়াকুব আলীর উপস্থাপনায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মজিবর রহমান, বেলগাছি ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলাম মন্টু, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন, বিআরডিবির চেয়ারম্যান মহিদুল ইসলাম মহিদ, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, খাসকররা ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রুন্নু, ভাংবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আশাবুল হক ঠাণ্ডু, খাদিমপুর সভাপতি আব্দুল হালিম মণ্ডল, ডাউকি ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক খবির উদ্দিন, কালিদাসপুর আহ্বায়ক জালাল উদ্দিন, জামজামির ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাহাব উদ্দিন, জেহালার আহ্বায়ক খাইরুল ইসলাম, বাড়াদীর সভাপতি আব্দুর রাজ্জাক, মহিলা আওয়ামী লীগ নেত্রী শাহিদা বেগম, আনজিরা খাতুন, খাসকররা সাধারণ সম্পাদক বিল্লাল গনি, গাংনীর যুগ্ম আহ্বায়ক রকিবুল ইসলাম, উপজেলা যুবলীগের আহ্বায়ক আহসান উল্লাহ, যুগ্ম আহ্বায়ক শাহিন রেজা, পৌর যুবলীগের সভাপতি আব্দুল গাফফার, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সোনাহার, ডিটু, ফারুক, পিন্টু, মিজান, সোহেল রানা শাহিন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলাল উদ্দিন, কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল হক, সাধারণ সম্পাদক সেলিম রেজা তপন, পৌর ছাত্রলীগের সম্পাদক তমাল প্রমুখ।