মহেশপুর প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুরে মোটরসাইকেল-নসিমন মুখোমুখি সংঘর্ষে আমরা মুক্তিযোদ্ধার সন্তান কমিটির সহসভাপতি ফরিদুর রহমান মিন্টু শেখ (৩৫) নিহত হন। গতকাল শনিবার দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে প্রকাশ, গতকাল শনিবার দুপুরে মহেশপুর উপজেলা থেকে বাজারে আসার পথে জমিদারপাড়ার কাছে পৌঁছুলে নসিমনের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বীর মুক্তিযোদ্ধা আলম শেখের ছেলে ফরিদুর রহমান মিন্টু শেখ গুরুতর আহত হন। প্রথমে তাকে মহেশপুর স্বাস্থ্যকমপ্লেক্সে নেয়া হয়। পরে সেখান থেকে যশোর নেয়ার পথে তিনি মারা যান। এ সংবাদে মিন্টু শেখের পরিবারে শোকের ছায়া নেমে আসে। এ দুর্ঘটনায় আমরা মুক্তিযোদ্ধার সন্তান কমিটির সভাপতি হাসেম আলী শেখ, সাধারণ সম্পাদক মাহাবুব আজম ঝড়ু, মহেশপুর প্রেসক্লাব সভাপতি আব্দুর রহমান, সম্পাদক রুহুল আমিন, রিপোর্টার্স ইউনিটের সভাপতি জিয়া ও বাবুর আলী বাবু শোক প্রকাশ করেছেন।