স্টাফ রিপোর্টার: গতকাল শনিবার ভোররাত থেকে শুরু হয়ে গেছে ক্রিকেটের মহারণ বিশ্বকাপ ক্রিকেট। অষ্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড থেকে এবারের বিশ্বকাপ ক্রিকেটের সবকটি ম্যাচ সম্প্রচার করছে দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল মাছরাঙাসহ আরও একটি চ্যানেল এবং স্টার স্পোর্টস।
বিশ্বকাপের ক্রিকেট ম্যাচ সরাসরি সম্প্রচারে প্রথমদিনেই চমক দেখিয়েছে মাছরাঙা। দেশি-বিদেশি চ্যানেলের চেয়ে অন্তত ১০ সেকেন্ড এগিয়ে আছে বিশ্বকাপ ক্রিকেট সম্প্রচারে। অর্থাৎ ওভারের একটি বল করার সময়ের ব্যবধান! তবে চুয়াডাঙ্গায় স্থানীয় কেবল নেটওয়ার্কে কারিগরি ত্রুটির কারণে প্রথম দিনে বেলা ১২টা পর্যন্ত এ টেলিভিশনে খেলা দেখানো বন্ধ ছিলো। গতকাল শনিবার দুপুরের পর তা স্বাভাবিক হয়। ম্যাচ চলাকালে ঝঁকঝঁকে ছবি আর অন্য চ্যানেলের চেয়ে কয়েক সেকেন্ড এগিয়ে থাকার কারণ হিসেবে মাছরাঙা টিভির সম্প্রচার বিভাগের প্রকৌশলী আবদুল্লাহ আল মামুন জানিয়েছেন, অত্যাধুনিক প্রযুক্তিতে দ্রুত এনকোডিং ব্যবস্থা এবং ঝঁকঝকে ছবির জন্য এমপিইজি-৪ ফরম্যাটে ভিডিও চালানো হচ্ছে। এজন্যই মাছরাঙাতে প্রায় ৮/১০ সেকেন্ড এগিয়ে থেকে দেখা যাচ্ছে যা বাকি ম্যাচগুলোর ক্ষেত্রেও অব্যাহত থাকবে। বিশ্বকাপ খেলা চলাকালে চুয়াডাঙ্গার ক্রিকেট পাগল দর্শকদের ডিশ ক্যাবলে নিরবচ্ছিন্ন খেলা দেখার জন্য কন্ট্রোলরুমে সকল অসুবিধার মধ্যেই সমাধান করা হয়েছে বলে জানিয়েছেন ডিশ ক্যাবল মালিক সমিতি ও কোয়াব (মুক্তধারা) খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন মিঠু।