দামুড়হুদার গোপিনাথপুরে ডাকাতির সময় প্রতিরোধ

বোমার বিস্ফোরণ ঘটিয়ে ডাকাতদলের পলায়ন

 

ভালাইপুর প্রতিনিধি: দামুড়হুদার জুড়ানপুর ইউনিয়নের গোপিনাথপুর কবরস্থান ও চুলকুনিপাড়ায় ডাকাতি করতে এসে গৃহকর্তার চিৎকারে গ্রামবাসীর প্রতিরোধের মুখে বোমার বিস্ফোরণ ঘটিয়ে ডাকাতদল পালিয়ে গেছে। গতপরশু রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।

গ্রামবাসীসূত্রে জানা গেছে, মৃত নয়জদ্দিন মণ্ডলের ছেলে আলমের বাড়ির ভাড়াটে একই ইউনিয়নের মজলিশপুর গ্রামের খবির উদ্দিনের বাড়িতে ১৪/১৫ জনের ডাকাতদল হানা দেয় এবং অস্ত্রের মুখে গৃহকর্তাসহ পরিবারের সকলকে ভয় দেখায়। গত শুক্রবার গরু বিক্রির টাকাসহ ঘরে সোনা-দানা যা আছে দ্রুত বের করে দেয়ার জন্য বলে ডাকাতদল। এরই এক পর্যায়ে সুযোগ বুঝে গৃহকর্তা ডাকাত বলে চিৎকার দেন। প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে ডাকাত ডাকাত বলে চিৎকার শুরু করে। গ্রামবাসী সংগঠিত হয়ে প্রতিরোধ গড়ে তোলে। প্রতিরোধের মুখে ডাকাত দল একটি শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। ডাকাতদলের প্রতিরোধে অংশ নেয়া একাধিক ব্যক্তি বলেছেন, মুখোশ পরা ডাকাতদলের হাতে আগ্নেয়াস্ত্র, বোমা, রামদাসহ বিভিন্ন প্রকারের ধারালো অস্ত্র ছিলো।

এলাকার অনেকেই অভিযোগ করে বলেন, কবরস্থান/চুলকুনিপাড়ায় প্রতিবছরেই ৩-৪ বার করে ডাকাতি হলেও প্রশাসনের নজর পড়ে না। এ পাড়াটিতে মাঝে মাঝে ডাকাতি হলেও টহল পুলিশ কোনোদিনই যায় না বলে জানায় গ্রামবাসী।

Leave a comment