স্টাফ রিপোর্টার: দর্শনা কেরুজ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল চেয়ে আদালাতে মামলা করা হয়েছে। প্রধান শিক্ষকসহ দুজন সহকারী শিক্ষক নিয়োগের জন্য প্রকাশিত বিজ্ঞপ্তি বিধিসম্মত না হওয়ায় তা বাতিল চেয়ে মামলাটি করা হয়েছে। দামুড়হুদা সহকারী জজ আদালতে মামলাটি দাখিলের পর বিজ্ঞ আদালত আগামী ৯ এপ্রিল মামলার পরবর্তী দিন ধার্য করেছেন বলে মামলার বাদী ফয়জুল আহমেদ জানান।
মামলার আরজি ও সংশ্লিষ্টসূত্রে জানা গেছে, কেরুজ উচ্চ বিদ্যালয়ে একজন প্রধান শিক্ষক ও দুজন সহকারী শিক্ষক নিয়োগের জন্য গত ২৮ নভেম্বর দৈনিক মাথাভাঙ্গা পত্রিকায় পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ওই নিয়োগ বিজ্ঞপ্তিতে কেরুজ ব্যবস্থাপনা পরিচালক মো. আজিজুর রহমান নিবন্ধন/ইনডেক্সধারী প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহ্বান করলেও প্রধান শিক্ষক পদে বয়সসীমা ৪২ বছর এবং সহকারী শিক্ষক পদে ৩০ বছর নির্ধারণ করে দেন। অথচ শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী ইনডেক্সধারী প্রার্থীরা বিভাগীয় প্রার্থী এবং জাতীয় সংসদে পাসকৃত নিবন্ধন আইন-২০০৫ অনুযায়ী বাংলাদেশের স্থায়ী যেকোনো নাগরিক ৬০ বছর পর্যন্ত যেকোনো বয়সে নিবন্ধন করতে পারেন। বিধায় উভয়ের ক্ষেত্রে বয়সসীমা প্রযোজ্য নয়। অপরদিকে পৌর এলাকায় সকল মাধ্যমিক বিদ্যালয়ে ৪০ ভাগ মহিলা কোটা সংরক্ষণ করার বিধান থাকলেও কেরুজ উচ্চ বিদ্যালয়ে আজ পর্যন্ত অলিখিত আইনে কোনো মহিলা শিক্ষক নিয়োগ দেয়া হয়নি। এ অবস্থায় সংক্ষুব্ধ চাকরি প্রার্থী ফয়জুল আহমেদ বিষয় দুটি উল্লেখ করে প্রকাশিত পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি বাতিল চেয়ে আদালতে মামলা করেন। বিজ্ঞ আদালতে বিষয়টি আমলে নিয়ে আগামী ৯ এপ্রিল মামলার পরবর্তী দিন ধার্য করেছেন। মামলার আরজিতে বাদী উল্লেখ করেছেন, শিক্ষক নিয়োগের বিধিবদ্ধ আইনসমূহ কেরুজ ব্যবস্থাপনা পরিচালককে দেখালেও তিনি তা আমলে নেননি এবং উকিল নোটিশও অগ্রাহ্য করেছেন। এ অবস্থায় যথাযথ প্রতিকার চেয়ে মামলাটি করা হয়েছে। মামলা নং-৬৬/১৫
বিধি বহির্ভূতভাবে দেয়া ওই নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে দক্ষিণচাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ের ‘আ’ অদ্যাক্ষরের একজন সহকারী শিক্ষককে ১২ লাখ টাকার বিনিময়ে প্রধান শিক্ষক পদে নিয়োগের সংবাদ দর্শনায় ছড়িয়ে পড়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে বলে বাদী দৈনিক মাথাভাঙ্গাকে জানান।