জীবননগরের সন্তোষপুর-আন্দুলবাড়িয়া সড়কে ছিনতাইকারীদের তাণ্ডব

পুলিশ বক্স নির্মাণ কাজের মই দিয়ে সড়কে পিকআপ আটকে লক্ষাধিক টাকা ছিনতাই

 

আন্দুলবাড়িয়া প্রতিনিধি: জীবননগরের আন্দুলবাড়িয়া-সন্তোষপুর সড়কে আবারও দুঃসাহসিক ছিনতাই সংঘটিত হয়েছে। ছিনতাইরোধে নির্মাণাধীন পুলিশ বক্সের নির্মাণ কাজে ব্যবহৃত মই দিয়ে মিশুক ও পিকআপ ভ্যান আটকে চালক হেলপারকে জিম্মি করে। পিকআপভ্যানচালকের নিকট থেকে ১ লাখ ৩০ হাজার ৫শ টাকাসহ মূল্যবান মালামাল ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। গতরাত পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার সময় টহল পুলিশ দল ছিলো সন্তোষপুর মোড়ে।

জানা গেছে, চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সন্তোষপুর-আন্দুলবাড়িয়া সড়কের মধ্যবর্তী একতারপুর সড়কের নিকট দীর্ঘদিন ধরেই ছিনতাই সংঘটিত হয়। একের পর এক ছিনতাইয়ের কারণে ছিনতাইকারীদের সুবিধাজনক স্থানে পুলিশ প্রহার লক্ষ্যে পুলিশ বক্স নির্মাণ করা হচ্ছে। নির্মাণাধীন পুলিশ বক্সের নির্মাণ কাজে ব্যবহারের জন্যই সেখানে রাখা ছিলো বড় একটি মই। গতরাত পৌনে ১০টার দিকে ওই মই দিয়ে সড়কে বেরিকেড গড়ে তোলে ছিনতাইকারীরা। আন্দুলবাড়িয়া থেকে সন্তোষপুর মোড়ের অভিমুখি একটি পিকআপভ্যান ও বিপরীতমুখি একটি মিশুক এ সময় ছিনতাইকারীদের কবলে পড়ে। ছিনতাইকারীরা দুটি যানবহনের চালক হেলপার আরোহীদের জিম্মি করে নগদ টাকা, মূল্যবান মালামাল ছিনিয়ে নেয়। এরই এক পর্যায়ে সন্তোষপুর মোড় থেকে টহল পুলিশ ঘটনাস্থলের দিকে রওনা হয়। ঘটনাস্থলে পৌছুনোর আগেই বিষয়টি টের পেয়ে ছিনতাইকারীরা সটকে পড়ে। ঘটনাস্থলের অদূরেই পুলিশ দল অবস্থান করছিলো বলে ছিনতাইয়ের শিকার ব্যক্তিরা অভিযোগ করেছেন।

জানা গেছে, পাবনার একটি মুরগির খামার থেকে ডিম নিয়ে পিকআপভ্যানটি জীবননগর উথলীর কাশিপুর গ্রামের ওহাব সরকারের ছেলের মিঠুনের নিকট যাচ্ছিলো। ডিম বাবদ টাকা দেয়া হয়। ডিম বিক্রিরই ১ লাখ ৩০ হাজার টাকা ছিলো পিকআপ চালকের কাছে। স্থানীয়রা বলেছে, যেখানে ঘুরে ফিরেই ছিনতাইয়ের ঘটনা ঘটে সেখানে টহল পুলিশ না থাকায় ছিনতাইকারীরা সুযোগ নিয়েছে। অবশ্য শাহপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ওলিয়ার রহমান বলেছেন, টহল পুলিশ টহলেই ছিলো। টহলে থাকা অবস্থায় সড়কে ছিনতাইয়ের ঘটনাটি রহস্যজনক বলেই মনে হচ্ছে। এরপরও বিষয়টি আমরা খতিয়ে দেখছি।

Leave a comment