স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার বিভিন্ন স্থানে গতকাল শনিবার সড়ক দুর্ঘটনায় ৬ জন আহত হয়েছে। আহতদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্য একজনের অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক ঢাকা পঙ্গুতে নেয়ার পরামর্শ দেন।
জানা গেছে, চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের বোয়ালমারী গ্রামের মধ্যে আলমসাধুর এক্সেল ভেঙে ৪ জন আহত হন। আহতরা হলেন- চুয়াডাঙ্গা পৌর এলাকার সাতগাড়ির মৃত মোফাজ্জেলের স্ত্রী শরিফা খাতুন (৪০), সুমিরদিয়ার বকুল হোসেনের স্ত্রী মরিয়ম (৩৫), দামুড়হুদা ফকিরপাড়ার পিন্টু হোসেনের স্ত্রী শাপলা খাতুন (২৫) ও একই গ্রামের বেল্টু মিয়ার স্ত্রী কমলা বানু (২৫)। আহতরা জানান, তারা আলমডাঙ্গা মাদাহুদা গ্রাম থেকে আত্মীয়ের লাশ দাফন শেষে বাড়ি ফিরছিলেন পথিমধ্যে বোয়ালমারী নামক স্থানে পৌঁছুলে আলমসাধুর এক্সেল ভেঙে গেলে পড়ে গিয়ে আহত হয়।
এদিকে দামুহুদার দর্শনা শ্যামপুরের শাকের বিশ্বাসের ছেলে শাহাবুদ্দিন (৪২) মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তার অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসক ঢাকা পঙ্গুতে রেফার করেন। বিকেল ৫টার দিকে তিনি কেরু অ্যান্ড কোম্পানিতে চাকরি করেন। মিল থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে দর্শনা মুক্তি ক্লিনিকের সামনে একটি আলমসাধু ধাক্কা দিলে তিনি আছড়ে পড়ে আহত হন।
অপরদিকে জীবননগর উপজেলার যাদবপুরের আব্দুল মজিদের ছেলে আলমসাধুচালক মোমিনুল ইসলাম (৫০) দুর্ঘটনা শিকার হন। তিনি বেলা ৩টার দিকে চুয়াডাঙ্গা-জীবননগর সড়কের উথলী মোড় থেকে আলমসাধু নিয়ে বাড়ি ফেরার পথে সেখানেই দুর্ঘটনার কবলে পড়েন। স্থানীয়রা উদ্ধার করে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়।